Logo
Logo
×

বিনোদন

কাজে নামা মানে মন্ত্রীর সঙ্গে সেলফি তোলা নয়: মালেক আফসারী

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০১৯, ০৬:১৩ এএম

কাজে নামা মানে মন্ত্রীর সঙ্গে সেলফি তোলা নয়: মালেক আফসারী

চলচ্চিত্র নির্মাতা মালেক আফসারী

গুণী নির্মাতা মালেক আফসারী বলেছেন, বাংলা সিনেমার খারাপ সময় পার করতে হলে সবাইকে এক হয়ে কাজে নামতে হবে। তবে কাজে নামা মানে মন্ত্রীর সঙ্গে সেলফি তোলা নয়।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি এসব কথা বলেন।

পৃথিবীর সব সিনেমার জন্ম আড্ডা থেকেই। এমনটিই মনে করেন তিনি।

সে জন্য তার মন্তব্য- এফডিসিতে পরিচালক, কাহিনীকার, অভিনেতা-অভিনেত্রীদের একসঙ্গে আড্ডা দিতে হবে। এই আড্ডা থেকেই বের হয়ে আসবে নতুন নতুন আইডিয়া ও গল্প।

এর সঙ্গে তিনি আরও যোগ করেন, এ আড্ডায় শাকিব খানের মতো ঢাকাই ছবির বর্তমান স্টাররা যোগ দিলে বাংলাদেশ চলচ্চিত্র শিল্প গণমাধ্যমের সব রকম সহযোগিতা পাবে। কেননা মিডিয়া স্টার খোঁজে।

উদাহরণ হিসেবে তিনি বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির কথা বলেন।

মালেক আফসারী বলেন, বলিউড ফিল্ম সোসাইটিতেও হিংসে রয়েছে। তাদের সমিতিগুলোতেও নানা বিষয়ে মনোমালিন্য হয়। কিন্তু যে কোনো ছবির প্রচারে তারা একজোট।

বলিউড ছবির প্রচারের দিকে তাকাতে বলে মালেক আফসারী জানান, তাদের প্রেজেন্টেশন দেখুন, কত সুন্দর! টিভি চ্যানেলগুলো তাদের সিনেমাকে মাথায় তুলে রাখে।


তাই ভেতরে ভেতরে যতই হিংসা থাকুক চলচ্চিত্রের বিকাশের বেলায় এক হয়ে কাজ করতে আহ্বান জানান এ নির্মাতা।

বিবাদ হতেই পারে। বিবাদ নিয়ে রাজনীতি করা ঠিক নয়। এমনটিই বিশ্বাস করেন তিনি।


প্রসঙ্গত ‘পিয়াসী মন’ ছবির সহকারী পরিচালক হিসেবে তিনি চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। এর পর তিনি ‘লুটেরা’ ছবির কাহিনী রচনা করেন।

‘ঘরের বউ’ ছবি পরিচালনার মাধ্যমে তিনি চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। বাংলাদেশের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা হিসেবে তিনি রেকর্ড গড়তে সক্ষম হয়েছেন।

এ ছাড়া একটানা সর্বোচ্চসংখ্যক আউটডোর শুটিংয়ের রেকর্ডটিও তার দখলে।

তার স্ত্রী জনপ্রিয় অভিনেত্রী রোজী সামাদ কিডনি রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে চলচ্চিত্র থেকে নিজেকে দূরে সরিয়ে নেন মালেক আফসারী।

পরে সিনেমার প্রতি ভালোবাসার টানে আবারও চলচ্চিত্র নির্মাণে ব্যস্ত হয়ে পড়েন তিনি।

 

 

মালেক আফসারী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম