Logo
Logo
×

বিনোদন

রনবীরের কাছাকাছি থাকতে নতুন চালাকি আলিয়ার

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০১৯, ০৭:৫৩ এএম

রনবীরের কাছাকাছি থাকতে নতুন চালাকি আলিয়ার

বলি তারকা রনবীর কাপুর ও আলিয়া ভাট

দীপিকা, ক্যাটরিনার প্রেমপাট চুকিয়ে আলিয়াতে মত্ত বলি অভিনেতা রনবীর কাপুর। এ জল্পনা এখন টিনসেল টাউনে বেশ জমে উঠেছে।

ইতিমধ্যে সম্পর্কটাকে আরও পাকাপোক্ত করে নিয়েছেন আলিয়া। আলিয়াকে বেশ পছ্ন্দ রণবীরের মা নীতুসহ পরিবারের অন্যান্য সদস্যের।

রনবীরের বাবা অভিনেতা ঋষি কাপুরের চিকিৎসাগত কারণে নিউইয়র্কে গিয়ে সম্পর্কটাকে আরও ঝালিয়ে নিয়েছেন আলিয়া।
   
এবার সেই চর্চায় দেখা গেল আলিয়া ভাটের আরেকটি পদক্ষেপ।

পিঙ্কভিলার খবর, মুম্বাইয়ের জুহুতে রনবীরের বাড়ির কাছাকাছি বিলাসবহুল একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন আলিয়া। এটি জুহুতে আলিয়ার তৃতীয়তম ফ্ল্যাট।

বলিমহলের গুঞ্জন, রনবীরের আরও কাছাকাছি থাকতেই এই অ্যাপার্টমেন্ট কিনেছেন তিনি।

এমনটা মনে করার কারণও জানিয়েছে সংবাদমাধ্যমটি।

তারা জানিয়েছেন, ২৩০০ বর্গফুটের এই অ্যাপার্টমেন্টটি কিনতে ১৩ কোটি টাকা খরচ করেছেন আলিয়া। অথচ এর বাজার মূল্য নাকি ৮ কোটি টাকার বেশি নয়।

সিনেবোদ্ধাদের মত, আর কেউ যেন অ্যাপার্টমেন্টটি কিনতে না পারে সেজন্যই এমন চড়া দামে ফ্ল্যাটটি নিজের করে নেন আলিয়া।

 

আলিয়া রনবীর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম