Logo
Logo
×

বিনোদন

মেহজাবিনের ভালোবাসার শক্তি কত জানেন?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০১৯, ০৮:৫৬ এএম

মেহজাবিনের ভালোবাসার শক্তি কত জানেন?

মেহজাবিন। ছবি : সংগৃহীত

শাহেদকে জীবনের চেয়েও বেশি ভালোবাসে মায়া। কিন্তু শাহেদ ঠিক তার উল্টো। যতটা সম্ভব এড়িয়ে চলে। এই এড়িয়ে যাওয়াকে সহজভাবে মেনে নিতে পারছে না মায়া। কারণ সেও তো ফেলনা নয়। রূপ-গুণ, চলন-বলন সব কিছুতে স্মার্টনেসের ছোঁয়া।

 

মায়ার চাওয়া ভালোবাসার শক্তি দিয়ে শাহেদের মনে জায়গা করে নেয়া। মায়া লেগে থাকে শাহেদের পেছনে। মায়া কি পারবে ভালোবাসার শক্তি দিয়ে শাহেদের হৃদয় জয় করতে।

 

ঘটনার পরম্পরায় মায়ার বিয়ে ঠিক হয়ে যায়। বাগদানের সময় পালিয়ে আসে শাহেদের কাছে। শাহেদ কি মায়াকে মেনে নেবে? মায়ার ভালোবাসার শক্তি কি শাহেদের মন গলাতে পারবে?

 

এমন গল্পের বুননে নির্মিত হলো মেহজাবিন ও জোভান অভিনীত বিশেষ নাটক ‘পাওয়ার অব লাভ’। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ শুক্রবার রাত ৯টায় এটি প্রচার হবে এসএ টিভিতে।

 

নাটকটিতে আরও অভিনয় করেছেন সুব্রত বড়ুয়া, লাবনী রানী উর্মি, নাদিয়া ফারজানা, বাশার বাপ্পি প্রমুখ।

 

মেহজাবিন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম