|
ফলো করুন |
|
|---|---|
হুট করেই বিয়ের ঘোষণা দিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী তমা মির্জা।
পারিবারিকভাবে বাগদানও সেরে ফেলেছেন তিনি।
শনিবার রাতে অভিনেত্রী তমা মির্জা নিজেই জানালেন এ কথা।
হবু বরের পরিচয়ও প্রকাশ করেছেন তিনি।
তিনি জানান, হিশাম চিশতি নামে এক কানাডা প্রবাসী ব্যবসায়ীকে বিয়ে করছেন তিনি।
পূর্বপরিচিত দুজন।
হবু স্বামী সম্পর্কে তমা আরও জানান, ‘আমরা পূর্বপরিচিত। হিশামের পরিবার গতকাল ঘরোয়া এক অনুষ্ঠানে আমাকে আংটি পরিয়ে গেছেন।’
আগামী এপ্রিলে হিশাম চিশতি দেশে ফিরলেই বিয়ের পিঁড়িতে বসবেন বলে জানান তমা।
সবার কাছে নতুন জীবনের জন্য দোয়া চেয়েছেন এ অভিনেত্রী।
ঢাকাই ছবিতে এ সময়ের তারকা তমা মির্জা। শাহনেওয়াজ কাকলীর ‘নদীজন’ ছবিতে অভিনয় করে পার্শ্বচরিত্রে সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।
বতর্মানে ‘ঝুম’, ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’, ‘পাপকাহিনী’সহ বেশ কিছু সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন তমা মির্জা।
চলচ্চিত্রের বাইরে ছোটপর্দায়ও দেখা গেছে তমাকে। কয়েকটি বিজ্ঞাপনচিত্র ও একটি ম্যাগাজিন অনুষ্ঠান উপস্থাপনা করেছেন তমা।
