এবার ‘ঘাস গালিচা’ নিয়ে ‘অপরাধী’খ্যাত আরমান আলিফ
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৯ মার্চ ২০১৯, ০৮:০০ পিএম
জনপ্রিয় কণ্ঠশিল্পী আরমান আলিফ। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
পহেলা বৈশাখ উপলক্ষে নতুন গান নিয়ে আসছেন এ সময়ে ‘অপরাধী’খ্যাত শিল্পী আরমান আলিফ।
রোমান্টিক ধারার সফট মেলোডি গানটির নাম ‘ঘাস গালিচা’। নীহার আহমেদের কথায় গানটির সুর ও সংগীতে রয়েছেন এস কে সমীর।
বছরের শুরু আরমান আলিফের ‘অহংকার’ গানটির সুরও করেছিলেন এস কে সমীর। গানটি বেশ শ্রোতাপ্রিয় হয়েছিল।
ইতোমধ্যে গানটির রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
এখন মিউজিক ভিডিও নির্মাণ করা হচ্ছে গানটির গল্প নিয়ে।
গানটি প্রসঙ্গে আরমান আলিফ বলেন, সমীর ভাইয়ের সুরে ‘অহংকার’ গানটি শ্রোতারা প্রবল ভালোবাসার সঙ্গে গ্রহণ করেছেন। এবার ‘ঘাস গালিচা’ গানটিতে সমীর ভাই আমাকে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করেছেন। আমার দৃঢ় বিশ্বাস এ গানও শ্রোতাদের হতাশ করবে না।”
এস কে সমীর বলেন, ‘ঘাস গালিচা’ গানে শ্রোতারা নতুন এক আরমানকে আবিষ্কার করবেন। তার জনপ্রিয় গান ‘অপরাধী’, ‘অহংকার’ গানগুলো থেকে এটি সম্পূর্ণ ভিন্ন। আর আরমানকে এই গানে যেভাবে চেয়েছি তার চেয়েও বেশি নিজেকে ঢেলে দিয়েছে। অসম্ভব সুন্দরভাবে গানটি কণ্ঠে ধারণ করেছে সে। আমার বিশ্বাস অপরাধী গানটির মতো এ গানেও শ্রোতারা আবার মুগ্ধ হবেন।”
