Logo
Logo
×

বিনোদন

প্রবাসীকে বিয়ে করলেন চিত্রনায়িকা তমা মির্জা

Icon

প্রকাশ: ০৮ মে ২০১৯, ০৯:৫৯ এএম

প্রবাসীকে বিয়ে করলেন চিত্রনায়িকা তমা মির্জা

জীবনসঙ্গীর সঙ্গে তমা মির্জা। ছবি: সংগৃহীত

বিয়ে করেছেন ঢালিউডের উদীয়মান চিত্রনায়িকা তমা মির্জা। বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক হিশাম চিশতির সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন তিনি। মঙ্গলবার রাজধানীর গুলশানে একটি অভিজাত কমিউনিটি সেন্টারে জমকালো আয়োজনে তাদের বিয়ে হয়।

এর আগে গত ৯ মার্চ পারিবারিক আয়োজনে বাগদান হয় তমা ও চিশতির। কিছুটা চুপিসারেই তাদের সম্পর্কটা গড়ায়। আগে আংটি বদলের কথাটা জানাজানি হলেও সেই সময় নাকি তাদের আকদ হয়ে যায়।

গতকালের অনুষ্ঠান প্রসঙ্গে জানা যায়, তমা মির্জাকে আনুষ্ঠানিকভাবে ঘরে তুলে নেয়ার জন্যই এই আয়োজন করেন চিশতি।

মূলত পারিবারিকভাবে তমার সঙ্গে হিশামের পরিচয়।হিশাম চিশতি পেশায় ব্যবসায়ী।তিনি গত বছর কানাডায় কাউন্সিলর হিসেবে নির্বাচনে অংশ নেন।

প্রসঙ্গত তমা মির্জা ‘নদীজন’ চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের স্বীকৃতি হিসেবে সেরা পার্শ্ব-অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কাজ করেছেন ‘বলো না তুমি আমার’, ‘ও আমার দেশের মাটি’, ‘অহংকার’সহ আরও কয়েকটি ছবিতে।

তমা নাচবেন ইমন-তমা মির্জা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম