Logo
Logo
×

বিনোদন

যে কারণে প্রতিমের ছবিতে অভিনয় করবেন না মিমি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৪৬ পিএম

যে কারণে প্রতিমের ছবিতে অভিনয় করবেন না মিমি

অভিনেত্রী মিমি চক্রবর্তী। ছবি সংগৃহীত

ভারতের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। ইতিমধ্যে অভিনয় দিয়ে তিনি জয় করেছেন কোটি ভক্তের হৃদয়।  সাত বছরের কেরিয়ারে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেননি। এ নিয়ে তার বড় আপত্তি।  

এবার পরিচালক প্রতিম ডি গুপ্তের আগামী ছবিতে মিমি অভিনয়  করবেন বলে শোনা গেলেও এখন ছবিটিতে অভিনয় করবেন না বলে জানিয়েছেন তিনি। 

জানা গেছে, প্রতিমেরে এই ছবিতে কিছু ঘনিষ্ঠ দৃশ্য ছিল। তাতেই আপত্তি মিমির। কারণ এখন তিনি  শুধু অভিনেত্রীই নন, সংসদ সদস্যও। খবর -আনন্দবাজার পত্রিকার।

এ বিষয়ে মিমি বলেন, সমালোচনা বা সংসদ সদস্য কোনোটাই নয়। আমি কোনদিনই ঘনিষ্ঠ দৃশ্যে স্বচ্ছন্দ নই। 

প্রতিমের ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন যিশু সেনগুপ্ত।এখন মিমির বদলে অন্য অভিনেত্রীর খোঁজ চলছে। 

এদিকে মিমি ব্যস্ত তার প্রথম মিউজ়িক অ্যালবামের রিলিজ নিয়ে। সম্প্রতি নিজস্ব ইউটিউব চ্যানেলও খুলেছেন তিনি। 

তবে অরিন্দম শীল জানুয়ারি মাস নাগাদ মিমিকে নিয়ে ‘খেলা যখন’ ছবিটি শুরু করতে চান। 

ওই ছবিটা নিয়ে আমি সত্যিই আশাবাদী।পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের আগামী প্রজেক্টেও মিমির থাকার কথা।

মিমি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম