Logo
Logo
×

বিনোদন

কংগ্রেস ছেড়ে শিব সেনায় উর্মিলা!

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১২:২৮ পিএম

কংগ্রেস ছেড়ে শিব সেনায় উর্মিলা!

উর্মিলা মাতন্ডকার। ছবি সংগৃহীত

সম্প্রতি কংগ্রেস থেকে পদত্যাগ করে  বলিউডের জনপ্রিয় তারকা উর্মিলা মাতন্ডকার। অনেকে হয়তো ভেবে ছিলেন তিনি রাজনীতি ছেড়ে দিচ্ছেন। 

তবে এখন বলিউড মহলে গুঞ্জন শোনা যাচ্ছে- ৪৫ বছর বয়সী এই তারকা নাকি এবার শিবসেনায় যোগ দিচ্ছেন।

শিবসেনা দলের প্রধান উদ্ভব ঠাকরের ব্যক্তিগত সচিব মিলিন্দ নারভেকরের সঙ্গে দেখাও করেছেন উর্মিলা মাতন্ডকার। এরপর থেকে গুঞ্জন আরও জোরালো হয়েছে।

তবে উর্মিলা বলেন, উদ্ভব ঠাকরের ব্যক্তিগত সচিব মিলিন্দ নারভেকরের সঙ্গে আমার সাক্ষাৎ শুধুমাত্রই সৌজন্যমূলক।

শিশুশিল্পী হিসেবে ১৯৮০ সালে মুক্তিপ্রাপ্ত মারাঠি ছবি ‘জাকোল’-এর মধ্য দিয়ে অভিনয় জগতে পা রাখেন উর্মিলা মাতন্ডকার। পরে ১৯৮১ সালে ‘কালিউগ’র মাধ্যমে বলিউড অভিষেক হয় তার। 

উর্মিলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম