বিয়ের পিঁড়িতে বসলেন নাসির উদ্দীন ইউসুফের মেয়ে
যুগান্তর রিপোর্ট
১৩ অক্টোবর ২০১৯, ১৫:৩৮:২২ | অনলাইন সংস্করণ
কলকাতার গায়কের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ ও শিমুল ইউসুফের একমাত্র মেয়ে এশা ইউসুফ। বর তার দীর্ঘদিনের বন্ধু সাকী ব্যানার্জি।
গত শুক্রবার কলকাতার ম্যারিয়ট হোটেলে তাদের বিবাহ-উত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বিয়ের অনুষ্ঠানে এশার মা-বাবা ছাড়াও দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন নৃত্যশিল্পী মিনু হক, রবীন্দ্র সংগীতশিল্পী ফারহিন খান জয়িতা ও অভিনেতা মোস্তাফিজ শাহীন।
মুঠোফোনে এশা ইউসুফ বলেন, পুরোপুরি পারিবারিকভাবে বিয়ে সম্পূর্ণ হয়েছে। বাবা-মা খুব খুশি।
সাকী ব্যানার্জি কলকাতার ব্যান্ড ক্যাকটাসের ভোকাল ও গীতিকার। তিনি বাংলাদেশেও কাজ করেছেন।
এ ছাড়া গত বছর ঢাকা থিয়েটারের 'পুত্র' নাটকের সংগীত পরিচালনা করেন সাকী।
অন্যদিকে এশা ইউসুফ মঞ্চনাটকের অভিনয় ও নির্দেশনার পাশাপাশি 'আয়নাবাজি', 'আলফা' ও 'গেরিলা' ছাড়াও বেশ কয়েকটি চলচ্চিত্র প্রযোজনা করেছেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বিয়ের পিঁড়িতে বসলেন নাসির উদ্দীন ইউসুফের মেয়ে
কলকাতার গায়কের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ ও শিমুল ইউসুফের একমাত্র মেয়ে এশা ইউসুফ। বর তার দীর্ঘদিনের বন্ধু সাকী ব্যানার্জি।
গত শুক্রবার কলকাতার ম্যারিয়ট হোটেলে তাদের বিবাহ-উত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বিয়ের অনুষ্ঠানে এশার মা-বাবা ছাড়াও দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন নৃত্যশিল্পী মিনু হক, রবীন্দ্র সংগীতশিল্পী ফারহিন খান জয়িতা ও অভিনেতা মোস্তাফিজ শাহীন।
মুঠোফোনে এশা ইউসুফ বলেন, পুরোপুরি পারিবারিকভাবে বিয়ে সম্পূর্ণ হয়েছে। বাবা-মা খুব খুশি।
সাকী ব্যানার্জি কলকাতার ব্যান্ড ক্যাকটাসের ভোকাল ও গীতিকার। তিনি বাংলাদেশেও কাজ করেছেন।
এ ছাড়া গত বছর ঢাকা থিয়েটারের 'পুত্র' নাটকের সংগীত পরিচালনা করেন সাকী।
অন্যদিকে এশা ইউসুফ মঞ্চনাটকের অভিনয় ও নির্দেশনার পাশাপাশি 'আয়নাবাজি', 'আলফা' ও 'গেরিলা' ছাড়াও বেশ কয়েকটি চলচ্চিত্র প্রযোজনা করেছেন।