Logo
Logo
×

বিনোদন

ঘূর্ণিঝড়ে সেন্টমার্টিনে আটকা চঞ্চল চৌধুরীসহ বিভিন্ন তারকারা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০১৯, ০১:১০ পিএম

ঘূর্ণিঝড়ে সেন্টমার্টিনে আটকা চঞ্চল চৌধুরীসহ বিভিন্ন তারকারা

শুটিং করতে গিয়ে ঘূর্ণিঝড় বুলবুলের কারণে সেন্টমার্টিনে আটকা পড়েছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীসহ ‘হাওয়া’ ছবির শতাধিক কলাকুশলী। এর মধ্যে উল্লেখযোগ্য তারকা শিল্পী হলেন নাফিজা তুশি, সুমন আনোয়ার, শরিফুল রাজ, রিজভি, নাসির, মাহমুদ। 

শনিবার যুগান্তরের সঙ্গে আলাপে চঞ্চল চৌধুরী বলেন, ঘূর্ণিঝড় বুলবুলের কারণে আমরা সবাই হোটেলে বন্দি। একটু পরপর প্রশাসন থেকে মাইকিং করা হচ্ছে। বাইরে বের হওয়া নিষেধ। সাগরের তীরে কেউ যেতে পারবে না। 

ছবির পরিচালক মেজবাউর রহমান সুমন আগেই জানিয়েছেন, ছবিটি সমুদ্রে মাছ ধরা জেলেদের গল্প। জলের গল্প। মাছ ধরার ট্রলারকে কেন্দ্র করে গড়ে উঠেছে কাহিনী।


জেলেদের চরিত্রকে নিয়ে ছবি হওয়ায় গভীর সাগরে গিয়ে প্রতিদিন চঞ্চল চৌধুরীসহ শিল্পীদের শুটিং করতে হয়। 

সেন্টমার্টিন থেকে ট্রলারে দেড় ঘণ্টা চলার পর সাগরের নির্ধারিত স্থানে গিয়ে নোঙর করে হাওয়া ছবির শিল্পীরা। সেখানেই সারা দিন শুটিং হয়।  

 

 

চঞ্চল চৌধুরী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম