অসুস্থতার গুজব উড়িয়ে ডিম্পলের বিস্ফোরক মন্তব্য
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০১৯, ০৭:৫৫ এএম
|
ফলো করুন |
|
|---|---|
গুরুতর অসুস্থ হয়ে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন একসময়ের পর্দা কাঁপানো বলি অভিনেত্রী ডিম্পল কাপাডিয়া।
আর মাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন তার কন্যা অভিনেত্রী টুইঙ্কল খান্না।
গত কয়েক দিন ধরে এমনটিই শোনা যাচ্ছিল ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে।
দেশটির সোশ্যাল মিডিয়ায়ও চলছিল গুঞ্জন।
বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ছবিতে দেখা গেছে, হাসপাতালের গেটে দাঁড়িয়ে টুইঙ্কল খান্না।
আর সে ছবি প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় যে বার্তা ছড়িয়ে পড়ে, গুরুতর অসুস্থ হয়ে ওই হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ খবরে উদ্বিগ্ন হয়ে পড়েন ভক্ত-অনুরাগীরা। তবে একেবারেই ভিন্নকথা জানালেন ডিম্পল নিজেই। ভারতীয় গণমাধ্যমের ওপর এক হাত নিলেন। ভক্তদের ভুল বার্তা দেয়া হয়েছে বলে জানালেন তিনি।
অনেকটা বিরক্তি ভরেই ডিম্পল বলেন, আমি বেঁচে আছি। শুধুই বেঁচেই নয়, দিব্যি ভালো কাটছে আমার দিন। আমাকে নিয়ে ভক্তরা মিছেমিছি উদ্বিগ্ন হবেন না। মিডিয়া কোনো কিছু না জেনেই তিলকে তাল করেছে।
তবে বৃহস্পতিবার টুইঙ্কল কাকে দেখতে মুম্বাইয়ের ওই হাসপাতালে গেলেন প্রশ্নের জবাবে এক সংবাদ সংস্থাকে এই অভিনেত্রী বলেন, আমি নই টুইঙ্কল তার দাদিকে দেখতে সেদিন হাসপাতালে গিয়েছিল। আমার মা খুবই অসুস্থ ছিলেন। উনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কী হয়েছিল, তা নিয়ে আমি বিশেষ কিছু বলতে চাই না। এখন তিনি ভালো আছেন। সবাই ওনার জন্য দোয়া করবেন।
প্রসঙ্গত ১৯৭৩-এ রাজ কাপুরের ‘ববি’ ছবি দিয়ে বলিউডে পা রাখেন ডিম্পল। ছবিতে তার বিপরীতে অভিনয় করেন ঋষি কাপুর। তখন তার বয়স ১৬-এর বেশি ছিল না। আর সে ছবি দেখেই ডিম্পলের প্রেমে পড়েন প্রয়াত অভিনেতা রাজেশ খান্না।
‘সাগর’, ‘রাম লক্ষ্মণ’, ‘দিল চাহতা হ্যায়’, ‘অ্যায়তবার’, ‘দৃষ্টি’, ‘ফাইন্ডিং ন্যানি’, ‘রুদালি’র মতো বহু জনপ্রিয় ছবি দর্শকদের উপহার দিয়েছেন ডিম্পল কাপাডিয়া।
