Logo
Logo
×

বিনোদন

পোশাক নিয়ে তোপের মুখে অজয়কন্যা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০১৯, ০৮:১০ এএম

পোশাক নিয়ে তোপের মুখে অজয়কন্যা

পোশাক নিয়ে তোপের মুখে অজয়কন্যা। ছবি সংগৃহীত

বলিউডের জনপ্রিয় তারকা অজয় দেবগন ও কাজল দম্পতির মেয়ে নিশা দেবগন খবরের শিরোনা হয়েছেন। পোশাক নিয়ে তোপের মুখে পড়েছেন এই তরুণী। 

নীল রঙের প্যান্টের সঙ্গে হলুদ ক্রপ টপ পরে মন্দিরে পুজো দিতে যাওয়ায় নিশাকে তুলোধুনো করে ছাড়ছেন ইন্টারনেট ব্যবহারকারীরা।

জিনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পূজো দিতে বাবা অজয়ের সঙ্গে মুম্বাইয়ের একটি মন্দিরে যান নিশা। ওইসময় নিশার পড়নে ছিলো নীল রঙের প্যান্টের সঙ্গে হলুদ ক্রপ টপ। আর এসময় পরপর ঝলসে উঠতে শুরু করে ক্যামেরার ফ্ল্যাশ। বাবার সঙ্গে মেয়ের মন্দিরে পুজো দেয়ার ছবি দ্রুত ছড়িয়ে পড়ে অর্ন্তজালে।

নিশার ওই ছবি দেখে সমালোচনা শুরু করেন সামাজিক যোগাযোগ ব্যবহারকারীরা। নিশোর কাণ্ডজ্ঞান নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। এমন পোশাক পরে কীভাবে অজয়কন্যা মন্দিরে গেলেন, তা নিয়ে সমালোচনা করছেন অনেকেই।

এ ধরনের পোশাক পরিয়ে অজয় দেবগন কীভাবে মেয়েকে নিয়ে মন্দিরে গেলেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। 

তবে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার সমালোচনার মুখে পড়তে হয়েছে নিশাকে। 

নিশা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম