মায়ের জন্য আইসক্রিম বানাল তৈমুর। ছবি সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
বলিউডের জনপ্রিয় তারকা কারিনা কাপুরের ছেলে তৈমুর আলি খান সবসময় আলোচনায় থাকে। প্রায় বিভিন্ন খবরের শিরোনামে তৈমুরের নাম দেখা যায়।
এবার মায়ের জন্য শেফ হলো তৈমুর। শুধু মায়ের জন্য মাথায় শেফের টুপিই পরেনি, নিজের হাতে আইসক্রিমও বানিয়েছে।
সম্প্রতি সেই ছবিই পোস্ট করেছেন জনপ্রিয় বিশিষ্ট শেফ বিজয় চৌহান। ছবিটি পোস্ট করার পর পরই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, মায়ের সঙ্গে তৈমুর গিয়েছিল শেফ বিজয় চৌহানের কাছে। তারই রান্নাঘরে মায়ের সঙ্গে শেফের টুপি পরে ছবি তোলে তৈমুর। আর মায়ের সঙ্গে আইসক্রিম বানায় নিজের হাতে।
প্রতিনিয়ত জনপ্রিয়তা বেড়েই চলেছে তৈমুরের।
এ মুহূর্তে তৈমুর তার মায়ের সঙ্গে চণ্ডীগড়ে। কারিনার পাইপলাইনে এখন ছবির ঢেউ। ‘গুড নিউজ’ মুক্তির দোরগোড়ায়। ‘লাল সিং চাড্ডা’-তেও আছেন তিনি আমির খানের সঙ্গে। সম্ভবত সেই ছবির শুটিংয়েই মা-ছেলে চণ্ডীগড়ে রয়েছেন।
