Logo
Logo
×

বিনোদন

কারিশমার যে ছবি নেটদুনিয়ায় ভাইরাল

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০১৯, ০৭:১৪ এএম

কারিশমার যে ছবি নেটদুনিয়ায় ভাইরাল

কারিশ্মার যে ছবি নেট দুনিয়ায় ভাইরাল। ছবি সংগৃহীত

 

 

বলিউডের খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার মনিশা মালহোত্রার জন্মদিন ছিল গত বৃহস্পতিবার। এই দিনে ৫৩ বছরে পা দিয়েছেন তিনি। সেলিব্রেট করছেন জন্মদিন।  

ডিজাইনার হিসেবে মনিশার বলিউড যাত্রা হয়েছিল অবশ্য বহু বছর আগেই। মালহোত্রার সঙ্গে কারিশমা ও কারিনার সম্পর্ক বেশ বন্ধুত্বপূর্ণ। মনিশার জন্মদিনে ভাইরাল হয়েছে কারিশমার বিয়ের পুরনো ছবি।

ভিয়ানির ইনস্টাগ্রাম থেকে শেয়ার করা হয়েছে কারিশমা ও কারিনার সঙ্গে মনিশা মালহোত্রার বহু পুরনো একটি ছবি।

যা কিনা কারিশমা কাপুরের বিয়ের মেহেদির ছবি।  যেখানে কারিশমার পাশে দাঁড়িয়ে মনিশাকে একপ্রকার চেনা খুবই কঠিন।

প্রসঙ্গত কারিশমার বিয়ের লেহেঙ্গা ডিজাইন করেছিলেন মনিশা– এমনকি কারিনা তার বিয়েতে শাশুড়ি মা শর্মিলা ঠাকুরের পুরনো লেহেঙ্গা পরেছিলেন ঠিকই, সেই লেহেঙ্গাটিই নতুন করে সাজিয়ে তুলেছিলেন মনিশা।

সূত্র: জি নিউজ

 

 

কারিনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম