|
ফলো করুন |
|
|---|---|
কিংবদন্তী কণ্ঠশিল্পী রুনা লায়লার সুরে গাইলেন পাকিস্তান ও বলিউডের জনপ্রিয় শিল্পী ওস্তাদ রাহাত ফতেহ আলী খান।
গানটির শিরোনাম 'ভালোবাসা আমার পর হয়েছে'। এটি রাহাত ফতেহ আলী খানের গাওয়া দ্বিতীয় বাংলা গান। ক'দিন আগে প্রকাশ পেয়েছে তার গাওয়া প্রথম বাংলা গান 'তোমারই নাম লেখা।'
রুনা লায়লার সুরে গান গাওয়া জীবনের স্মরণীয় একটি ঘটনা বলে উল্লেখ করেছেন রাহাত ফতেহ আলী খান। রাহাত বলেন, রুনা লায়লা বাংলাদেশের শুধু বড় মাপের কণ্ঠশিল্পীই নন, একইসঙ্গে তিনি বড় মাপের একজন সুরকারও। তার পরিচিতি বিশ্বজুড়ে। ভালোবাসা আমার পর হয়েছে গানে শ্রোতারা তার প্রমাণ পাবেন।
গানটির কথা লিখেছেন কবির বকুল। সুর করার পাশাপাশি এর সংগীতায়োজনও করেছেন রুনা লায়লা নিজে। গানের গল্পনির্ভর ভিডিও নির্মাণ করেছেন শাহরিয়ার পুলক। এতে মডেল হয়েছেন কাজী নওশাবা আহমেদ ও আবু হুরায়রা তানভীর।
১৩ ডিসেম্বর গানের ভিডিও প্রকাশ করা হবে আনুষ্ঠানিকভাব।
