Logo
Logo
×

বিনোদন

বাড়ি ফিরেছেন লতা মঙ্গেশকর

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০১৯, ০৬:১৫ এএম

বাড়ি ফিরেছেন লতা মঙ্গেশকর

লতা মঙ্গেশকর। ছবি সংগৃহীত

সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী লতা মঙ্গেশকর।

প্রায় এক মাস ধরে ভারতের মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে নিউমোনিয়া চিকিৎসা নেয়ার পর রোববার বাড়িতে ফিরেছেন তিনি।

বাড়ি ফেরার খবরটি নিজেই নিশ্চিত করেছেন লতা।

নিজেই টুইট করে জানিয়েছেন, ২৮ দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলাম। আমার নিউমোনিয়া হয়েছিল। চিকিৎসকরা সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত আমাকে ছাড়ছিলেন না। তাই এতদিন হাসপাতালেই ছিলাম। চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ।

এ ছাড়া তার পাশে থাকার জন্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই জীবন্ত কিংবদন্তি।

গত ১১ নভেম্বর ৯০ বছর বয়সী এই শিল্পীকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। শুরুতে তার শ্বাসকষ্ট ছিল। পরে নিউমোনিয়া ধরা পড়ে। হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) তাকে রাখা হয়েছিল।

 

লতা মঙ্গেশকর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম