Logo
Logo
×

বিনোদন

অসময়ে চলে গেলেন তরুণ সংগীতশিল্পী পৃথ্বী রাজ

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০১৯, ০৪:০৭ এএম

অসময়ে চলে গেলেন তরুণ সংগীতশিল্পী পৃথ্বী রাজ

তরুণ সংগীতশিল্পী পৃথ্বী রাজ

অকালে চলে গেলেন তরুণ শিল্পী, সুরকার ও সংগীত পরিচালক পৃথ্বী রাজ।

পৃথ্বী রাজের ভাই ঋতু রাজ তার ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে জানান, ধানমণ্ডিতে নিজের স্টুডিওতে পৃথ্বী রাজের নিথর দেহ পড়ে থাকতে দেখেন তারা।

দ্রুত রাজধানীর সিটি হসপিটালে নিয়ে গেলে রোববার ভোর সাড়ে ৪টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

একই রকম বার্তা দিয়েছেন পৃথ্বী রাজের ঘনিষ্ঠ কয়েকজন।  গণমাধ্যমকে তারা বলেন, শনিবার রাত ১০টার দিকে পৃথ্বী  ধানমণ্ডিতে নিজের স্টুডিওতে যান। রাত সাড়ে ১২টা পর্যন্ত দরজা খোলেননি তিনি। কক্ষের ভেতরে কোনো তার সাড়াশব্দও পাওয়া যায়নি। বিষয়টিতে আতঙ্কিত হয়ে তার পরিবারকে খবর দেয়া হয়।  

খবর পেয়ে স্বজনরা দ্রুত স্টুডিওতে হাজির হন। অনেকবার ডাকাডাকির পরও ভেতর থেকে সাড়া না মেলায় দরজা ভাঙেন তারা। দেখা যায়, স্টুডিওর ভেতরে নিথর অবস্থায় পড়ে আছেন পৃথ্বী রাজ।

নানা গুণে গুণান্বিত একজন তরুণ উদীয়মান শিল্পী ছিলেন পৃথ্বী রাজ। সংগীতের পাশাপাশি এবিসি রেডিওতেও কাজ করতেন পৃথ্বী রাজ।

সম্প্রতি বেশ জনপ্রিয় 'আমার এই বাজে স্বভাব কোনো দিন যাবে না' গানের পরিচালক ছিলেন তিনি।

 

পৃথ্বী রাজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম