Logo
Logo
×

বিনোদন

ছাত্রদের ব্যঙ্গাত্মক পোস্টে লাইক, ক্ষমা চাইলেন অক্ষয়

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০১৯, ০৮:৪৭ এএম

ছাত্রদের ব্যঙ্গাত্মক পোস্টে লাইক, ক্ষমা চাইলেন অক্ষয়

ছাত্রদের ব্যঙ্গাত্মক পোস্টে লাইক, ক্ষমা চাইলেন অক্ষয় । ছবি সংগৃহীত

ভুল করে দিল্লির জামিয়া ছাত্রদের ব্যঙ্গাত্মক একটি পোস্টে লাইক দিয়ে বিতর্কে জড়ালেন বলিউডের জনপ্রিয় নায়ক অক্ষয় কুমার। তবে টুইটার করে এই পোস্টে ভুল করে লাইক দেয়ার জন্য ক্ষমা চেয়েছেন তিনি। 

ভুল করে ছাত্রদের ব্যঙ্গাত্মক পোস্টে লাইক দেয়ার কারণে টুইটারজুড়ে ট্রেন্ড উঠল ‘বয়কট অক্ষয় কুমার’। তার কানাডিয়ান নাগরিকত্ব নিয়ে খোঁচা দিয়েও লেখা হলো ‘#বয়কট কানাডিয়ান কুমার’।

দেশজুড়ে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে প্রতিবাদ আন্দোলন অব্যাহত। এরই মাঝে রোববার বিকালে দক্ষিণ দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়সংলগ্ন নিউ ফ্রেন্ডস কলোনিতে দিল্লি পুলিশ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে ছাত্রছাত্রীদের ওপরে চড়াও হয়। জামিয়ার ক্যাম্পাসের মধ্যে কেন্দ্রীয় লাইব্রেরিতে ছোড়া হয় কাঁদানে গ্যাস। অভিযোগ রয়েছে, শৌচাগারে ঢুকেও পড়ুয়াদের যথেচ্ছ পেটায় পুলিশ।

মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ছবি। এক টুইটার ব্যবহারকারী জামিয়ার ছাত্রছাত্রীদের ব্যঙ্গ করে একটি ভিডিও শেয়ার করলে তাতে ‘লাইক’ দিয়ে দেন অক্ষয় কুমার। এর পরই নেটজুড়ে নিন্দার ঝড় ওঠে। 

বলিউডের নায়ক অক্ষয়ের মতো ব্যক্তিত্ব কী করে ছাত্রছাত্রীদের পেটানোকে সমর্থন করেন, প্রশ্ন তোলেন অনেকেই। টুইটারে ওঠে ‘বয়কট অক্ষয়’ ঝড়।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

অক্ষয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম