Logo
Logo
×

বিনোদন

১০৭ কোটির ঘরে তানাজি, চওড়া হাসি অজয়ের

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২০, ১০:০৫ এএম

১০৭ কোটির ঘরে তানাজি, চওড়া হাসি অজয়ের

অজয় ও কাজল। ছবি সংগৃহীত

এক সপ্তাহে বাম্পার হিট হয়ে ১০৭ কোটির ঘরে প্রবেশ করেছে তানাজি।  তাই এখন আলোচনা চলছে বলিপাড়ায়, পুরনো চাল ভাতে বাড়ার মতোই অজয়-কাজলের জুটি যে এখনও সুপারহিট, প্রমাণ করল বক্স অফিস। 

ট্রেড অ্যানালিসিস্ট জানিয়েছেন, প্রথম দিনেই ১৬.৭২ কোটি কামিয়েছে ছবিটি। লভ্যাংশের সংখ্যা বেড়েছে। ছয় দিনের মাথায় ১০০ কোটিতে অনায়াসে পা রেখেছে 'তানাজি'। যেভাবে এগোচ্ছে, তাতে দিন কয়েকের মধ্যেই ১৫০ কোটির ক্লাবে জায়গা করে নেবে স্বচ্ছন্দে। 

বৃহস্পতিবার টুইটে সবার সঙ্গে এই সাফল্য ভাগ করে নিয়েছেন অভিনেতা। 

আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেছেন, সবার শুভেচ্ছায় এই সাফল্য। সব অনুরাগীকে তাই ধন্যবাদ। 
প্রসঙ্গত পাঁচ দিনেই ৯০ কোটি ব্যবসা করেছে তানাজি। আর ছয় দিনে ১০০ কোটি কামিয়েছে ছবিটি।

তথ্যসূত্র: এনডিটিভি

চওড়া হাসি অজয়ের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম