Logo
Logo
×

বিনোদন

সত্তর দশকের সাড়াজাগানো সেই নৃত্যশিল্পী শেফালির মৃত্যু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২০, ০৯:১১ এএম

সত্তর দশকের সাড়াজাগানো সেই নৃত্যশিল্পী শেফালির মৃত্যু

ফাইল ছবি

সত্তর দশকের সাড়াজাগানো ভারতীয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী মিস শেফালি আর নেই।

বৃহস্পতিবার ভোরে ভারতের সোদপুরের নাটাগড়ের নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৭৪ বছর।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ভারতের বিনোদন অঙ্গনে শেফালি নামে পরিচিত ওই অভিনেত্রীর আসল নাম আরতি দাস। 

ওই সময় যৌনতা নিয়ে টালিউডের আষ্টেপৃষ্ঠে সংস্কারের জড়তা থাকলেও শেফালি সেই সীমাবদ্ধতা অতিক্রম করেছিলেন।

খ্যাতিমান পরিচালক যখন সত্যজিৎ রায়ের ‘প্রতিদ্বন্দ্বী’ ছবিতে দেহপসারিণী ও নার্সের চরিত্রে সাহসী অভিনয় করে আলোচিত হয়েছিলেন তিনি।  

‘সীমাবদ্ধ’ ছবিতে শেফালির চরিত্রায়ণ যৌনতার বিস্ফোরণে সীমাবদ্ধ থাকেনি। তা ছিল নর্তকীর শিল্পী সত্তা– সর্বোপরি নারীত্বের নিঃসংকোচ প্রকাশ। 

শুধু সত্যজিতের ছবিতে নয়, মঞ্চে ‘চৌরঙ্গি’, ‘আসামি হাজির’-এর মতো বিভিন্ন নাটকেও একইভাবে ছড়িয়ে পড়েছিল শেফালির সৌরভ।

একসময় তাকে দেখতে নাট্যমঞ্চে, সিনেমা হলে উপচে পড়ত ভিড়। তার অভিনীত নাটকের টিকিট ‘ব্ল্যাক’ বা কালোবাজারে বিক্রি হতো।

নৃত্যশিল্পী মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম