ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বিয়ের পর থেকেই খবরের শিরোনাম হয়ে আসছেন ভারতীয় চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখার্জি ও বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা।
আগামী ২৯ ফেব্রুয়ারি তাদের বিয়ের রিসেপশন। তবে সেটি আড়াল করতে চাইলেও তারা পারেননি। জানা গেল, এদিন তাদের সাজানোর দায়িত্ব পড়েছে ডিজাইনার শর্বরী দত্তের ওপর।
আনন্দবাজারপত্রিকাকে তিনি বলেন, সেদিন সৃজিত-মিথিলা এসেছিলেন। ওদের পছন্দের রঙ লাল। শুনলাম মিথিলা লাল পরছে।
সেটি মাথায় রেখেই সৃজিতের পোশাকের রঙ লাল বেছে নেয়ার কথা জানান এই ফ্যাশন ডিজাইনার। তিনি বলেন, সেদিন সৃজিত আচকান আর ধুতি পরবেন। পোশাকে থাকবে ঘন সুতার কাজ।
আর মিথিলার জন্য ওড়না দেয়ার কথা জানিয়ে তিনি বলেন, শাড়িটা তার ভাবনায় সে পরবে।
তাদের ভূরিভোজের আমন্ত্রণপত্রেও অভিনবত্বের ছোঁয়া থাকছে বলে জানা গেছে। তাতেও ঘুরেফিরে সৃজিতের চলচ্চিত্রের প্রসঙ্গই আসছে। তার আচকানের কারুকাজে জঙ্গলের নানা মোটিফ থাকছে।
ফের কাকাবাবু সিরিজে হাত দিতে যাচ্ছেন এই পরিচালক। এবার যেহেতু তিনি জঙ্গলে অভিযান নিয়ে এই সিরিজ বানাবেন। তাই পোশাকেও সেই আভাস থাকছে।
গত ৬ ডিসেম্বর সন্ধ্যায় বিয়ে করেন কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি ও বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। এটি তাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে।
জনপ্রিয় সংগীতশিল্পী তাহসানের সঙ্গে মিথিলার বিয়ে হয় ২০০৬ সালের ৩ আগস্ট। তাদের বিবাহবিচ্ছেদ হয় ২০১৭ সালের জুলাই মাসে। মিথিলা-সৃজিতের পরিচয় হয় অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে। সেখান থেকেই বন্ধুত্ব, তার পর প্রেম।
মিথিলা-তাহসানের মেয়ে আয়রাও সৃজিতকে মেনে নিয়েছেন। সৃজিত-মিথিলা চান না আয়রা ব্রোকেন ফ্যামিলির কষ্ট বুকে চাপা দিয়ে বেড়ে উঠুক। সৃজিত মিথিলার মেয়েকে নিজের সন্তানই মনে করেন।
আর সৃজিতকে ‘বু’ বলে ডাকেন ছোট্ট আয়রা। তাদের দুজনের সম্পর্ক টম অ্যান্ড জেরির মতো বলেও জানান অভিনেত্রী মিথিলা।
স্বামী সৃজিত ও মেয়ে আয়রার মধ্যকার সম্পর্ক নিয়ে বলতে গিয়ে ঢাকার এক গণমাধ্যমকে তিনি এমন তথ্য দেন। মিথিলা বলেন, তাদের মধ্যে এই খুনসুঁটি, এই আবার দারুণ ভাব। যখন খুব মন–কষাকষি চলে বা আবদার করে কিছু পাওয়া যায় না, তখন আয়রার কাছে সৃজিত শুধুই সৃজিত।
তার মতে, কিন্তু যখন সৃজিতের ফোনটা আয়রার চাই, তখন খুব ভাব, তখন আয়রার কাছে সৃজিত হয়ে যায় ‘বু’। বু ডাকটা এসেছে আব্বু থেকে, ভেঙে বুঝিয়ে দেন সৃজিত।
