Logo
Logo
×

বিনোদন

দ্বিতীয় বিয়ে করলেন সংগীত পরিচালক শওকত আলী ইমন

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২০, ০৪:১৭ এএম

দ্বিতীয় বিয়ে করলেন সংগীত পরিচালক শওকত আলী ইমন

শওকত আলী ইমন ও হৃদিতা রেজা। ছবি-সংগৃহীত

সংগীত পরিচালক, সুরকার, গীতিকার ও কণ্ঠশিল্পী শওকত আলী ইমন বিয়ে করেছেন। এটি তার দ্বিতীয় বিয়ে। 

পাত্রী হৃদিতা রেজা একটি বেসরকারি চ্যানেলে সংবাদ পাঠিকা হিসেবে কর্মরত।

বৃহস্পতিবার রাজধানীর বাংলামোটরের একটি রেস্তোরাঁয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়েতে দুই পরিবার সদস্যরা উপস্থিত ছিলেন।

আগামী ঈদের পর বিয়ের সংবর্ধনা অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন শওকত আলী ইমন। তিনি জানন, বিয়ের আগে আমাদের একে অপরের সঙ্গে কোনো পরিচয় ছিল না। পারিবারিক দেখাশোনার পরই বিয়ে হয় আমাদের।

হৃদিতার প্রথম বিয়ে হলেও শওকত আলী ইমনের দ্বিতীয় বিয়ে। ১৯৯৫ সালের ১৫ জুলাই অভিনেত্রী ও মডেল বিজরী বরকতুল্লাহ ও শওকত আলী ইমনের বিয়ে হয়েছিল। 

২০১২ সালের শেষের দিকে তাদের বিচ্ছেদ হয়। ওই সংসারে এক মেয়ে রয়েছে। 

বিয়ে ইমন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম