Logo
Logo
×

বিনোদন

মিজান মালিকের কথায় তিন গানে কামরুজ্জামান রাব্বী

Icon

বিনোদন রিপোর্ট

প্রকাশ: ১৬ জুলাই ২০২০, ০৩:২৪ পিএম

মিজান মালিকের কথায় তিন গানে কামরুজ্জামান রাব্বী

সাংবাদিক, সৃজনশীল লেখক ও গীতিকবি মিজান মালিকের তিনটি গান গাইলেন তরুণ প্রজন্মের আলোচিত শিল্পী কামরুজ্জামান রাব্বী।

তিনটি গানের মধ্যে একটি রয়েছে দেশের গান। একটি বিশ্ব ভালোবাসার গান। আরেকটি জীবনের গান।

বৃহস্পতিবার সঙ্গীত পরিচালক জাহিদ বাশার পংকজের রেড এন্ড ব্লাক স্টুডিওতে মিজান মালিকের দুটি গান রেকর্ডিং করা হয়। এর আগে একটি গান করেন তিনি।

'বাংলাদেশ'শিরোনামে দেশের গানটিতে একদিকে যেমন দেশের প্রতি ভালোবাসা মমতার কথা রয়েছে, তেমনি দেশ ভালো না থাকলে আমাদের মন খারাপের কথাও উঠে এসেছে- জানালেন লেখক মিজান মালিক। গানের সুর ও সংগীত করেছেন জাহিদ বাশার পংকজ।

অপরদিকে 'খেয়া' শিরোনামে  জীবনমুখী গানটিতে মানুষের পথচলার বাঁকে মানবজীবনের উপলব্ধির কথা তুলে ধরা হয়। গানের সুর করেছেন শিল্পী খালেদ মুন্না। সঙ্গীত জাহিদ বাশার পংকজ।

এর আগে ‘ভালোবাসার শুভ্র পৃথিবী’ নামে একটি গান করেন রাব্বী। বর্তমান অসহায় বিশ্ব নিয়ে গানটি লেখা হয়। গানের সুর ও সংগীত করেছেন পংকজ।

গীতিকবি মিজান মালিক বলেন, আমি চেষ্টা করছি মানুষের জীবন ও মন ঘনিষ্ঠ বিষয় নিয়ে ভিন্ন ধারার কিছু গান করতে। আশা করি বেঁচে থাকলে ভালো কিছু কাজ করতে পারব।
 

গান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম