Logo
Logo
×

বিনোদন

পুলিশকে ২৫ হাজার ফেস শিল্ড দিলেন সোনু

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২০, ১০:০৩ এএম

পুলিশকে ২৫ হাজার ফেস শিল্ড দিলেন সোনু

ছবি সংগৃহীত

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ভারতের মহারাষ্ট্র পুলিশকে ২৫ হাজার ফেস শিল্ড দিলেন বলিউড তারকা সোনু। 

ভারতের সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

এ ছাড়া মহারাষ্ট্র পুলিশের প্রতি সোনুর এই মহানুভবতার কথা জানিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। 

তিনি গত বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে। 

এক পোস্টে তিনি লেখেন– ‘আমাদের পুলিশ কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২৫ হাজার ফেস শিল্ড দেয়ার মাধ্যমে উদার অংশগ্রহণের জন্য সোনু সুদজিকে আমি ধন্যবাদ জানাই।’

এ ছাড়া সোনুর সঙ্গে তোলা একটি ছবিও শেয়ার করেন মন্ত্রী। 

উপকূলবর্তী অঞ্চলে বাস করা ২৮ হাজার মানুষকে খাদ্য ও পুনর্বাসন সহায়তা দিয়েছেন সোনু ও তার দল।
 

সোনু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম