Logo
Logo
×

বিনোদন

সালমান শাহের গাড়ি পেয়ে সাইমনের আবেগঘন স্ট্যাটাস

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২০, ০৮:২৭ এএম

সালমান শাহের গাড়ি পেয়ে সাইমনের আবেগঘন স্ট্যাটাস

সালমান শাহের গাড়ির পাশে চিত্রনায়ক সাইমন সাদিক। ছবি: ফেসবুক

ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক হয়ে উঠেছিলেন সালমান শাহ। আকস্মিক মৃত্যুর পর কিংবদন্তিতে পরিণত হন তিনি।

সালমানের নেশা ছিল নিত্য নতুন মডেলের গাড়ির। আর সেসব গাড়ির খোঁজে ছিলেন সালমান শাহভক্ত সময়ের তারকা সাইমন সাদিক। 

এবার সালমান শাহের প্রিয় এক গাড়ির খোঁজ পেয়েছেন সাইমন। প্রিয় নায়কের গাড়ির দেখা পেয়েই আবেগে আপ্লুত হয়ে গেছেন তিনি।

নিজের অনুভূতির কথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট দিয়েছেন সাইমন। সালমান শাহের ব্যবহৃত সেই গাড়ি নিয়ে বেশ কিছু ছবি তুলেছে ফেসবুকে পোস্ট করেছেন।

তিনি লিখেছেন, ‘ প্রিয় সালমান শাহ। নিশ্চয়ই আপনি শান্তিতে আছেন। আপনি কি জানেন,আপনার গাড়ি আজ আমাকে কতটা আবেগাপ্লুত করেছে? আপনাকে সামনা-সামনি দেখার সৌভাগ্য হয়নি। কিন্তু আপনার স্পর্শ পাওয়া গাড়ির স্পর্শ নিয়ে মনে হচ্ছিল,আপনাকেই যেন ছুঁয়ে ফেললাম! আপনার মুখখানা ভাসছিল চোখের সামনে। হঠাৎ মনে হলো আপনি তো কাছে নেই! কী এক অদ্ভুত অনুভূতি!’

সাইমন আরও লিখেছেন, ‘জানেন আপনার গাড়িটাও অন্য একজন কিনে নিয়েছে! গাড়ির রং ও বদলে ফেলেছে! এটা ভেবে আরও কষ্ট পাচ্ছিলাম, আপনার ভক্ত হিসেবে আমাদের যে ভালোবাসা আর আবেগ আপনার প্রতি, তা যদি আপনার পরিবারের কারও থাকত, তাহলে হয়তো এই গাড়িটা আপনার বাড়িতেই থাকত। যাই হোক,আমার বন্ধু সাকিব শুভকে অনেক ভালোবাসা আমাকে এই অনুভূতির সম্মুখীন করার জন্য। তবে,আপনার গাড়িটা কিন্তু বস সেই রকম। আপনার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা।’
 

সাইমন সাদিক সালমান শাহ গাড়ি স্ট্যাটাস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম