|
ফলো করুন |
|
|---|---|
করোনাকালে হঠাৎ করেই জনপ্রিয়তা পেয়েছেন বলিউড অভিনেতা অবিনাশ তিওয়ারি।
সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তিপ্রায় তার অভিনীত ছবি ‘বুলবুল’। এতে সত্য ঠাকুর চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান তিনি।
এবার সেই অভিনেতার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে ভারতের সোশ্যাল মিডিয়ায়।
শনিবার দেশটির এক নিউজ পোর্টালে প্রকাশিত হয়, বুলবুলখ্যাত অভিনেতা অবিনাশ তিওয়ারি মারা গেছেন।
সুশান্ত সিং রাজপুতের আচমকা মৃত্যুর শোকের সঙ্গে এখনও শোকাহত ভারতের নেটিজেনরা, তার মাঝেই অবিনাশ তিওয়ারি মারা গেছেন এমন খবরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
অনেকেই সেই গুজবে কান দিয়ে তিওয়ারির আত্মার শান্তি কামনায় প্রার্থনা করে টুইট করেছেন।
তার ছবি আপলোড করে দুঃখপ্রকাশ করে ফেসবুকে পোস্টও দিয়েছেন।
অবিনাশ লিখেছেন– ‘এত তাড়াতাড়ি যাচ্ছি না বন্ধুরা। এরা কারা? কোথা থেকেই বা এরা আসে? ভাই নিজের স্ট্যান্ডার্ড একটু উন্নত করো। প্লিজ।’
তিওয়ারির মৃত্যুর গুজবে ভুল ভেঙেছে অভিনেত্রী অহনা কুমরা ও মানবী গাগ্রুরও।
টুইট করে এ দুই অভিনেত্রী জানিয়েছেন, এখন বন্ধুর ভালো থাকার খবর শুনে স্বস্তিতে রয়েছি।
এদিকে অবিনাশের এই টুইট দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তার ভক্ত-অনুরাগীরাও। পাশাপাশি ফেক নিউজের জন্য ওই ওয়েবসাইটকেও গালমন্দ করছেন তারা।
ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, অবিনাশের টুইটের পর নিঃশর্ত ক্ষমা চেয়েছে ওই নিউজ পোর্টাল। তবে তাদের বিরুদ্ধে আইনিব্যবস্থা নিচ্ছেন কিনা সে ব্যাপারে কোনো মন্তব্য করেননি অবিনাশ।
