Logo
Logo
×

বিনোদন

‘এআর রহমানের প্রতিভা সামলানোর ক্ষমতা বলিউডের নেই’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২০, ০৯:১৩ এএম

‘এআর রহমানের প্রতিভা সামলানোর ক্ষমতা বলিউডের নেই’

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডে নেপোটিজমের অভিযোগ বেশ জোরালভাবেই আলোচনা হচ্ছে। তাতে সুর মিলিয়েছিলেন কিংবদন্তী সঙ্গীত পরিচালক এআর রহমান।

তার দাবি, তাকে বলিউড থেকে তাড়াতে বিরাট একটা গ্যাং সক্রিয়। তার এই ক্ষোভপ্রকাশের পর শিল্পীর পাশে দাঁড়ালেন বলিউডের প্রখ্যাত চিত্রনির্মাতা শেখর কাপুর। রহমানের উদ্দেশে তিনি যা বললেন, তাতেঅভিযোগের আঙুল সেই বলিউডের দিকেই। 

এআর রহমানের সাক্ষাৎকার নিয়ে একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন শেয়ার করে শেখর কাপুর লেখেন– এআর রহমান, আপনার সমস্যাটা কোথায় জানেন? আপনি গিয়ে অস্কারটা জিতে এসেছেন। বলিউডে অস্কারটা মৃত্যুকে চুম্বনের শামিল। এটা প্রমাণ করে যে আপনার যা প্রতিভারয়েছে, তা সামলানোর ক্ষমতা বলিউডের নেই...।

শেখর কাপুরের এই টুইটের জবাবও দিয়েছেন এআর রহমান। 

সুরের জাদুকর লেখেন– ‘হারানো অর্থ ফিরে আসে, খ্যাতিও ফিরে আসে। তবে জীবন থেকে মূল্যবান সময় যদি নষ্ট করে ফেলা হয়, তা আর ফেরে না। আমি শান্তি চাই। এটি থেকে বের হয়ে জীবনে আমাদের আরও অনেক কিছু করার আছে।’

বেশ কিছু দিন ধরে বলিউড সিনেমায় এআর রহমানের সুর করা গান পাওয়া যায় না। অথচ ভারতের দক্ষিণী সিনেমায় নিয়মিত গান করছেন তিনি।

তবে শুক্রবার মুক্তি পাওয়া সুশান্তের শেষ ছবি ‘দিল বেচারা’র সংগীত করেছেন এআর রহমান। এ প্রসঙ্গে বলতে গিয়েই তিনি অভিযোগ আনেন, বলিউডে কোণঠাসা হয়ে আছেন তিনি। তাকে কাজ করতে বাধা দেয়া হচ্ছে। একটি বড় চক্রের কারণে বলিউডের ভালো সিনেমাগুলোতে কাজের প্রস্তাব পান না তিনি। 

তথ্যসূত্র: দ্য হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস

এআররহমান শেখর কাপুর সমস্যা অস্কার বলিউড সঙ্গীত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম