Logo
Logo
×

বিনোদন

আমি করোনাকে হারিয়ে দিয়েছি: অভিষেক

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২০, ১০:২৮ এএম

আমি করোনাকে হারিয়ে দিয়েছি: অভিষেক

প্রায় একমাস চিকিৎসাধীন থাকার পর অবশেষে করোনামুক্ত হলেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। 

শনিবার দুপুরে নিজের টুইটার হ্যান্ডেলে এ খবর জানিয়েছেন অভিষেক নিজেই।

তিনি টুইটে লেখেন, ‘আজ দুপুরে আমার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। আমি করোনাকে হারিয়ে দেব বলে তোমাদের জানিয়েছিলাম। আমি পেরেছি।  তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ প্রার্থনার জন্য। আমার এবং আমার পুরো পরিবারের জন্য তোমরা ভালোবাসা দিয়েছ।’

নিজের করোনামুক্তির জন্য হাসপাতালের চিকিৎসক এবং নার্সদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিগবি পুত্র।

 

গত ১১ জুলাই করোনার থাবা পড়েছিল গোটা বচ্চন পরিবারে।  মরণঘাতী এই রোগে আক্রান্ত হয়ে মুম্বাইয়ের লীলাবতি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলি শাহেনশাহ অমিতাভ বচ্চন। তার কয়েক ঘণ্টা পরই করোনা নিয়ে হাসপাতালে ভর্তি হন অভিষেক। গোটা পরিবারের নমুনা পরীক্ষায় পরদিনই করোনা রিপোর্ট পজিটিভ আসে ঐশ্বরিয়া রাই ও তার মেয়ে আরাধ্যারও।  

এরই মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ঐশ্বরিয়া, আরাধ্যা ও অমিতাভ।  

তথ্যসূত্র: এনডিটিভি, টুইটার

অভিষেক করোনামুক্তি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম