Logo
Logo
×

বিনোদন

করোনার ধকল কাটিয়ে অভিনয়ে ফিরছেন পপি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২০, ০৭:৫৩ এএম

করোনার ধকল কাটিয়ে অভিনয়ে ফিরছেন পপি

ছবি: সংগৃহীত

কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছিলেন চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। করোনা আক্রান্ত হওয়ার পর খুলনায় ছিলেন তিনি। সম্প্রতি ঢাকার বাসায় ফিরেছেন। লকডাউনে অভিনয় প্রায় ভুলতে বসেছিলেন জনপ্রিয় এই নায়িকা। 

দীর্ঘদিনের বিরতি ভেঙে আবার স্বরুপে ফিরছেন এই সুদর্শনী। 'ভালোবাসার প্রজাপতি' হয়ে এবার দর্শকদের কাছে ধরা দিতে যাচ্ছেন তিনবার জাতীয় পুরস্কার-জয়ী এই নায়িকা। এটি তার নতুন ছবির নাম।

ইমপ্রেস টেলিছবির ব্যানারে যৌথভাবে ছবিটি পরিচালনা করছেন রাজু আলীম ও মাসুমা তানি। 

শিগগিরই চলচ্চিত্রটির শুটিং শুরু হচ্ছে। ছবিতে ভালোবাসা, লকডাউন, ডিভোর্স ও অন্যান্য বিষয় উঠে আসবে।

'ভালোবাসার প্রজাপতি'তে পপিকে দেখা যাবে চিকিৎসকের চরিত্রে। নায়িকা জানান, গল্প ও চরিত্র তার ভীষণ পছন্দ হয়েছে। আশা করছেন দর্শকেরাও সেটি গ্রহণ করবেন।

১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবরের 'কুলি' ছবির মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় পপির। এর পর আর পিছু তাকাতে হয়নি তাকে। দেড়শ'র মতো চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। সিনেমার পাশাপাশি নাটক, বিজ্ঞাপন ও স্টেজ শোতে সরব এই নায়িকা।


 

পপি অভিনয়ে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম