মা হলেন বলিউড অভিনেত্রী অমৃতা

 অনলাইন ডেস্ক 
০২ নভেম্বর ২০২০, ০৩:১৬ পিএম  |  অনলাইন সংস্করণ

বলিউড অভিনেত্রী অমৃতা রাও মা হয়েছেন। 

রোববার সকালে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন তিনি। 

মা ও ছেলে দুজনই সুস্থ আছে বলে জানিয়েছেন অভিনেত্রীর ম্যানেজার। খবর এনডিটিভি। 

এদিকে সন্তানের জন্মের পর শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানিয়েছেন অমৃতার স্বামী আরজে আনমোল।

২০১৬ সালে বিয়ে করেন আনমোল ও অমৃতা। গত মাসের শেষ দিকে স্বামীর সঙ্গে মুম্বাইয়ের একটি ক্লিনিকের সামনে অভিনেত্রীকে দেখার পর সুখবর প্রকাশ্যে আসে।

ইশক ভিশক, ম্যায় হু না, বিবাহ-এর মতো একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় করে নজর কাড়েন অমৃতা। ‘বিবাহ’ সিনেমার জন্য দাদা সাহেব ফালকে পুরস্কারও পান তিনি। ২০১৯ সালে নওয়াজউদ্দিন সিদ্দিকির সঙ্গে ‘ঠাকরে’ ছবিতে শেষ দেখা যায় তাকে।

তবে বিয়ের পর অমৃতাকে সেভাবে আর অভিনয় জগতে দেখা যায়নি। 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন