Logo
Logo
×

বিনোদন

সংসার সামলানো স্বামীদের গল্প নিয়ে ধারাবাহিক ‘ফরেন ভিলেজ’ 

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২০, ০৪:৩৮ এএম

সংসার সামলানো স্বামীদের গল্প নিয়ে ধারাবাহিক ‘ফরেন ভিলেজ’ 

ছবি সংগৃহীত

সকাল হলেই উজানপুর গ্রামের প্রতিটা ঘরে স্বামীরা সংসারের যাবতীয় কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। কারণ এই গ্রামের বেশিরভাগ বউ বিদেশে কর্মরত। 

স্ত্রীর পাঠানো বিদেশি টাকায় কোন কোন স্বামী ইট কিনে রেখেছে দালান তুলবে বলে। কেউ আবার খুব দাম্ভিকতা নিয়ে চলে স্ত্রী বিদেশে কর্মরত বলে। 

সরকারের বেঁধে দেয়া সঠিক নিয়মে বিদেশ গিয়ে যেমন কারও বউয়ের ভাগ্য খুলে যায়, তেমনি আবার অবৈধ পথে বিদেশ গিয়ে অনেক বউকে সহ্য করতে হয় অমানবিক নির্যাতন। উজানপুর গ্রামে আছে দ্বন্দ্ব। আছে আনন্দ। আছে কাছে না পাওয়ার বেদনা আর সেই সঙ্গে আছে স্বপ্নপূরণের বাস্তবতা। 

এমনই গল্পে নির্মাতা ফরিদুল হাসান নির্মাণ করেছেন তারকাবহুল ধারাবাহিক ‘ফরেন ভিলেজ’। 

বরজাহান হোসেনের রচনায় ৭ নভেম্বর থেকে সপ্তাহে শনি ও রোববার রাত ৯টা ৪৫ মিনিটে বাংলা ভিশনে প্রচার হবে। 
এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির, অরুণা বিশ্বাস, নাদিয়া আহমেদ, শারমিন জোহা শশী, ঊর্মিলা শ্রাবন্তী কর, সাজু খাদেম, জামিল হোসাইন, ডা. এজাজ, দিলারা জামান, আলভি, প্রাণ রায়, আবদুল্লাহ রানা, মাহমুদুল ইসলাম মিঠু, অলিউল হক রুমী, আরফান আহমেদ, ফারজানা রিক্তা, আইরিন আফরোজ প্রমুখ। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম