Logo
Logo
×

বিনোদন

১৭ দিন পর বাসায় ফিরলেন নায়ক আলমগীর

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২১, ০৩:৫৪ পিএম

১৭ দিন পর বাসায় ফিরলেন নায়ক আলমগীর

টানা ১৭ দিন পর রাজধানীর একটি বেসরকারি হাসপাতাল থেকে বাসায় ফিরলেন চিত্রনায়ক-নির্মাতা আলমগীর। বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে বাসায় ফেরেন তিনি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন তার মেয়ে কণ্ঠশিল্পী আঁখি আলমগীর।

আঁখি আলমগীর বলেন, আব্বু এখন পুরোপুরি সুস্থ। তাই চিকিৎসকদের পরামর্শেই বাসায় নিয়ে এসেছি। ৫-৬ দিন পর করোনা টেস্ট করাব। আশা করছি ফলাফল নেগেটিভ আসবে।

আলমগীরের করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি গত ২০ এপ্রিল নিশ্চিত করেন তার স্ত্রী ও সংগীতশিল্পী রুনা লায়লা। এর আগে বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। গত ১৮ এপ্রিল চিকিৎসকের পরামর্শে করোনা টেস্ট করান আলমগীর। পজিটিভ রিপোর্ট আসায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

আলমগীর ১৯৫০ সালের ৩ এপ্রিল ঢাকায় জন্মগ্রহণ করেন। ১৯৭৩ সালে অভিনয়ে এসে প্রায় চার দশকে ২৩০টি সিনেমায় অভিনয় করেন তিনি। প্রযোজনা ও পরিচালনা করেছেন বেশ কয়েকটি সিনেমা। অভিনয় করে নয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন আলমগীর।

আলমগীর করোনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম