Logo
Logo
×

বিনোদন

জংলি সেজে আফ্রিকান ভাষায় গান গাইলেন হিরো আলম

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২১, ০৩:০০ পিএম

জংলি সেজে আফ্রিকান ভাষায় গান গাইলেন হিরো আলম

একের পর এক বিদেশি ভাষায় গান গেয়ে আলোচিত-সমালোচিত হচ্ছেন বগুড়ার হিরো আলম।সমালোচনাকে পাত্তা না দিয়েই এবার আফ্রিকান ভাষায় গান গাইলেন তিনি।

তবে গানের ভাষা পূর্ব আফ্রিকার দেশ উগান্ডা না তানজানিয়ার তা নিশ্চিত হওয়া যায়নি। এই গানের সঙ্গে তানজানিয়ায় জন্মগ্রহণকারী জানজিবারী তারব গায়িকা ফাতুমা বিনতি বারাকা ওরফে বি কিডুডের একটি গানের সুর ও লিরিক্সের কিছুটা মিল পাওয়া গেছে।

শুক্রবার মিউজিক ভিডিও আকারে গানটি হিরো আলমের ইউপিউবে প্রকাশ করা হয়েছে।  এতে দেখা গেছে, সারা গায়ে পাতা জড়িয়ে নৃত্যে মেতে উঠেছেন হিরো আলম ও তার সহ-শিল্পীরা। গানটির অধিকাংশ কথা বোঝা না গেলেও গানটিতে নিজের নাম ভালোভাবেই ফুটিয়ে তুলেছেন তিনি।  

গত বছরের ২৬ নভেম্বর হিরো আলম তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ‘বাবু খাইছো’ নামে একটি গান রিলিজ করেন। এ নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া আসলেও থেমে থামেননি ডিস ব্যবসায়ী হিরো আলম। এরই মধ্যে তার হিন্দি, ইংরেজি ও আরবিসহ বিভিন্ন ভাষার লিরিক্সের গানও মুক্তি পেয়েছে।

হিরো আলম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম