|
ফলো করুন |
|
|---|---|
মুক্তি পেল শামীম হোসেনের নতুন শর্টফিল্ম ‘কাঠগড়ায় মায়ের সম্মান’। সোমবার রাতে এমকে এন্টারটেইন ইউটিউব চ্যানেলে শর্টফিল্মটি মুক্তি দেওয়া হয়েছে।
শামীম হোসেনের রচনা ও পরিচালনায় এতে সহকারী পরিচালক ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইসমাইল হোসেন সৌরভ। চিত্রগ্রহণ করেছেন সগীর খান।
মিলন খানের প্রযোজনায় শর্টফিল্মে মূখ্য চরিত্রে অভিনয় করেছেন লাভলী আক্তার, শামীম হোসেন, এনায়েত রাজীব, সিনথিয়া পারভিন পল্লবী, ছোট ইব্রাহীম, এমডি আরফিন ইসলাম ও রোজা।
নির্মাতা শামীম হোসেন বলেন, ‘অনেক মা-বাবা বৃদ্ধ বয়সে সন্তানের অবহেলার পাত্রে পরিণত হন। সন্তানের কাছ থেকে ভরন-পোষণ আদায়ের জন্য অনেক মা-বাবকে আদালত পর্যন্তও যেতে হয়। এটা সত্যিই কষ্টদায়ক। আমরা দিন দিন স্বার্থপর হয়ে যাচ্ছি। ভুলে যাচ্ছি মা-বাবার প্রতি সন্তানের দায়িত্ব। এরকম একটি ঘটনা নিয়ে শর্টফিল্মটি নির্মাণ করেছি। আশা করি, সবার ভালো লাগবে।’
শামীম হোসেনের রচনা ও পরিচালনায় প্রথম শর্টফিল্ম ‘যদি থাকে নসিবে’ মুক্তি পায় ২০১৯ সালে। এরপর তিনটি নাটক ও ২০টির বেশি শর্টফিল্ম রচনা ও পরিচালনা করেছেন তিনি। সম্প্রতি তার ‘নবাব আলম’ ও ‘প্রেম সম্রাট’ শিরোনামে দুটি নাটক দর্শক মহলে সাড়া ফেলেছে।
