Logo
Logo
×

বিনোদন

সোনমের বিয়ের ফটো অ্যালবাম

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০১৮, ১২:৩৫ পিএম

সোনমের বিয়ের ফটো অ্যালবাম

দিল্লির ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে গাঁটছড়া বাঁধলেন সোনম কাপুর।

দীর্ঘদিনের প্রেমিক আনন্দ আহুজার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হলেন বলিউড তারকা সোনম কাপুর।মঙ্গলবার দুপুরে বান্দ্রা রকডেলে সোনমের খালার বাড়িতে বিয়ের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

৩২ বছর বয়সী এ অভিনেত্রীর পরনে অনুরাধা ভাকিলের ডিজাইন করা লাল-সোনালি রঙা লেহেঙ্গা, খোঁপায় গাজরা, হাতে চূড়া (চুড়ি), গলায় হার ও মাথায় ঝাপটা দেখা গেছে।
 
বোন রিয়া কাপুর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সোনমের বিয়ের একটি ছবি পোস্ট করে লিখেছেন- বোনের ভালোবাসা চিরকালই প্রকৃত ভালোবাসা। বোনের বিয়ে হয়ে গেল। আজ থেকে ও সোনম কাপুর আহুজা।
 
বিয়ের অনুষ্ঠানে খুশিতে মাতল মুম্বইয়ে অনিল কাপুরের বাংলো। সোনমের বিয়েতে কাপুর পরিবারের সঙ্গে যোগ দিয়েছেন একাধিক বলিউড তারকা। 

দিল্লির ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে গাঁটছড়া বাঁধলেন সোনম কাপুর

দেখুন সোনমের বিয়ের ফটো অ্যালবাম।


লাল লেহেঙ্গায় ট্র্যাডিশনাল ভাবে সেজেছেন সোনম। কাপুর পরিবারের আত্মীয় কবিতা সিংহের বান্দ্রার হেরিটেজ বাংলো রকডেলে বসেছে বিয়ের আসর।

শিখ প্রথা মেনে বিয়ে হবে আনন্দ এবং সোনমের। মঙ্গলবার রাতে মুম্বইয়ের  দ্য লীলা হোটেল -এ দুই পরিবারের তরফ থেকে গ্র্যান্ড রিসেপশনের আয়োজন করা হয়েছে।

বর-কনের মতো সমস্ত অতিথিরা এ দিন সকালে সাবেকী সাজে সেজেছেন। তবে রিসেপশনের জন্য ফর্মাল ড্রেস কোড রয়েছে।

গায়ে হলুদের অনুষ্ঠানে আত্মীয় এবং বন্ধুদের সঙ্গে সোনম।

সোনমের বিয়েতে দুই মেয়ে জাহ্নবী এবং খুশিকে নিয়ে সকাল থেকেই হাজির রয়েছেন বনি কাপুর।

এ ভাবেই সাজানো মঞ্চে বিয়ে করছেন সোনম এবং আনন্দ

দিল্লির ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে গাঁটছড়া বাঁধলেন সোনম কাপুর

করিশ্মা, করিনা এবং সইফের সঙ্গে ছোট্ট তৈমুরের পরনেও সাবেকী পোশাক।

সূত্র : আনন্দবাজার

 

সোনম কপূর বিয়ে অ্যালবাম।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম