Logo
Logo
×

বিনোদন

ইসলামী নাসিদ গেয়ে ফেসবুকে ভাইরাল স্কুলশিক্ষার্থী নাদিত 

Icon

বিনোদন প্রতিবেদন

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২১, ০৬:৪৩ পিএম

ইসলামী নাসিদ গেয়ে ফেসবুকে ভাইরাল স্কুলশিক্ষার্থী নাদিত 

বর্তমান সময়ের তরুণ-তরুণীরা যখন হিপহপ গান শোনা কিংবা বলায় ব্যস্ত তখন ইসলামী নাসিদ গেয়ে প্রশংসিত স্কুল পড়ুয়া কিশোর মোহাম্মদ নাদিত। এসএসসি পরীক্ষার্থী নাদিতের গাওয়া বিভিন্ন গান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এবং ইউটিউবে রীতিমতো ভাইরাল।

হাজারও মানুষের প্রশংসায় ভাসছেন নাদিত। মোহাম্মদ নাদিত রাজধানীর মাইলস্টোন কলেজের শিক্ষার্থী। বিজ্ঞান বিভাগ থেকে সে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নেবে। জামালপুরের ছেলে নাদিত উর্দু, আরবি এবং বাংলায়  আধ্যাত্মিক ইসলামিক নাসিদ নিয়ে চর্চা করছেন। নাদিতের একটি নাসিদের ভিডিও যুগান্তরের ফেসবুক পেজেও আপলোড করা হয়েছে। ইসলামিক নাসিদটি দেখেছেন কয়েক লাখ দর্শক আর অসংখ্য মানুষ নাদিতের মিষ্টি-মধুর কণ্ঠের প্রশংসা করেছেন।

নাদিত এবং সাকারিয়ার যৌথ কণ্ঠে গাওয়া ‘আসুভু বাদামিন আল্লাহু আল্লাহু’ নাসিদটি সর্বপ্রথম ফেসবুকে ভাইরাল হয়। এরপর নাদিত এককভাবে আরও বেশ কয়েকটি গান ফেসবুক এবং ইউটিউবে ছাড়েন। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে­জালালু, মুস্তফা মুস্তফা, হাসবি রাব্বি জাল্লাহ-এর মতো জনপ্রিয় নাসিদগুলো নিজ কণ্ঠে ফুটিয়ে তুলেছেন নাদিত, যার প্রতিটি ব্যাপক দর্শক প্রিয় হয়েছে।  

মোহাম্মদ নাদিত নিজের পরিকল্পনা সম্পর্কে যুগান্তরকে বলেন, ‘ছোটবেলা থেকেই ধর্মীয় অনুশাসনের মধ্যেই বড় হয়েছি এবং নবীর প্রতি প্রেম থেকেই ইসলামী নাসিদগুলো কণ্ঠে ধারণ করি। সামি ইউসুফ এবং এআর রহমান আমার প্রিয় শিল্পী। তাদের গাওয়া নাসিদ থেকেই অনুপ্রাণিত হয়ে নিজেকে ইসলামিক নাসিদ শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।' 

নাদিত গান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম