Logo
Logo
×

বিনোদন

কী করছেন ঈশিতা

Icon

বিনোদন প্রতিবেদন

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২১, ০৭:১৭ পিএম

কী করছেন ঈশিতা

ছোটবেলা থেকেই তারকা ইমেজ নিয়ে মিডিয়ায় কাজ করতেন রোমানা রশীদ ঈশিতা। অভিনয় ও গান এই দুই মাধ্যমেই সফল তিনি। গানে কম কাজ করলেও অভিনয়েই বেশি ব্যস্ততা ছিল তার। 

কিন্তু বিয়ের পর সংসারি জীবনে প্রবেশ করার পর থেকে তুমুল জনপ্রিয়তা থাকা সত্ত্বেও নিজেকে গুটিয়ে নিতে শুরু করেন এই বিনোদন তারকা। এক সময় একটি বেসরকারি টিভি চ্যানেলে চাকরিও করেন ঈশিতা। চাকরি ছাড়ার পর রেস্টুরেন্ট ব্যবসাতেও আগ্রহী হন। 

রাজধানীর বনানী ও মহাখালীতে দুটি রেস্টুরেন্ট ছিল তার। কিন্তু করোনার কারণে সেগুলোও বন্ধ করে দেন তিনি। 

এদিকে চলতি বছরের রোজার ঈদে একটি একখণ্ডের বিশেষ নাটকে অভিনয়ে দেখা গিয়েছিল তাকে। এরপর থেকে আর পর্দায় আসেননি তিনি। কাজ না করলেও দর্শকের পছন্দের তালিকায় শীর্ষস্থানেই অবস্থান করছেন ঈশিতা। আপাতত মিডিয়ায় কোনো কাজ করছেন তিনি। সহসাই যে কাজে ফিরবেন তাও নিশ্চিত নন তিনি। 

এ প্রসঙ্গে ঈশিতা বলেন, আমি পরিবারকেই সব কিছুর ঊর্ধ্বে রাখি। আমার স্বামী সন্তানসহ অন্যদের সঙ্গে থাকতেই বেশি পছন্দ করি। আর করোনার কারণেও বাইরে তেমন একটা বের হই না। আমার কাজ যাদের ভালো লাগে তাদের অনেকেই জানতে চান আমি কাজ করিনা কেন। 

মিডিয়ার সামগ্রিক অবস্থা বিচেনা করে আপাতত কিছু করার পরিকল্পনা নেই। ভবিষ্যতের কথা ভবিষ্যতেই বলব। সবাই আমার এবং আমার পরিবারের সদস্যদের জন্য দোয়া করবেন।
 

কী করছেন ঈশিতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম