Logo
Logo
×

বিনোদন

শানুর প্রথম গান হৃদয়ের কণ্ঠে

Icon

বিনোদন প্রতিবেদন

প্রকাশ: ০২ নভেম্বর ২০২১, ০৫:২২ পিএম

শানুর প্রথম গান হৃদয়ের কণ্ঠে

লাক্স সুন্দরী প্রতিযোগিতায় প্রথম হয়ে মিডিয়ায় আসেন শানারেই দেবী শানু। মিডিয়ায় আসার পর মডেলিং ও অভিনয়ে ব্যস্ত হয়ে পড়েন তিনি। দীর্ঘ সময়ের অভিনয় ক্যারিয়ারের পাশাপাশি ২০১৭ সাল থেকে লেখক পরিচয়েও আত্মপ্রকাশ করেন শানু। এরপর থেকে প্রতি বইমেলাতেই শানুর উপন্যাস ও কবিতার বই প্রকাশ হচ্ছে। 

এসব কর্মকাণ্ডের পাশাপাশি সম্প্রতি ‘শূন্য হৃদয়’ নামের একটি গান লিখেন এই মডেল অভিনেত্রী। গানটির সুর ও সংগীত পরিচালনার পাশাপাশি এতে কণ্ঠও দিয়েছেন জনপ্রিয় সংগীত শিল্পী হৃদয় খান। ৫ নভেম্বর গানটি হৃদয় খানের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে।

এ গান প্রসঙ্গে শানু বলেন, এটি আমার লেখা প্রথম গান। তাই এটি নিয়ে বেশ আগ্রহী আমি। গানটি প্রকাশ হওয়ার পর বোঝা যাবে যে এটি কেমন হয়েছে। হৃদয় খানের মতো জনপ্রিয় একজন শিল্পী আমার গানে কণ্ঠ দিয়েছেন, এটি একটি ইতিবাচক বিষয়। গানটি যদি শ্রোতাদের ভালো লাগে তাহলে এখন থেকে নিয়মিতই গান লিখব।

আপাতত অভিনয়ে ব্যস্ততা না থাকলেও লেখালেখি নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন শানু। অন্যদিকে হৃদয় খানও নতুন গানে কণ্ঠ দেওয়ার কাজ নিয়ে ব্যস্ত আছেন। 
 

দেবী শানু. হৃদয় খান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম