Logo
Logo
×

বিনোদন

মিথিলায় মজলেন শ্রীজাত, দূর্বা-সৃজিতের ঘনিষ্ঠ ছবি এলো সামনে!

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২১, ০৪:৩৬ পিএম

মিথিলায় মজলেন শ্রীজাত, দূর্বা-সৃজিতের ঘনিষ্ঠ ছবি এলো সামনে!

ছবি : ফেসবুকের সৌজন্যে

ওপার বাংলার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি ও কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের বন্ধুত্বের বিষয়টি প্রায় সবারই জানা। কিন্তু দুজনের এত বছরের বন্ধুত্বে বোধহয় ইতি ঘটতে যাচ্ছে। কারণ সৃজিতের স্ত্রী মিথিলার সঙ্গে ঘনিষ্ঠ রূপে দেখা গেল শ্রীজাতকে!

তবে এখানেই শেষ নয়, সৃজিতের সঙ্গে আবার রয়েছেন শ্রীজাতের স্ত্রী দুর্বা বন্দ্যোপাধ্যায়।  এর এই ছবি নিজের ফেসবুকে পোস্ট করেছেন শ্রীজাত স্বয়ং।

রোববার (১৯ ডিসেম্বর) ফেসবুকে ওই ছবি পোস্ট করে শ্রীজাত লিখেছেন, ‘নাচের তালে মিথিলায় মজলেন শ্রীজাত; দূর্বা ও সৃজিতের ঘনিষ্ঠ ছবি এলো সামনে! তাহলে কি এত বছরের বন্ধুত্বে ইতি? নতুন সম্পর্কের উষ্ণতায় ভাঙনের ছায়া দেখছে টালিগঞ্জ। ক্ষুব্ধ নেটাগরিকদের একাংশ।’

ওই পোস্ট দেখে নেটিজেনরা প্রথমে অবাক হয়ে যান। আসলে ঘটনা কী? পরে অবশ্য ভুল ভাঙে। নেটিজেনরা বুঝতে পারেন নিছক মজার ছলেই ওই পোস্ট করেছেন কবি শ্রীজাত। কমেন্ট বক্সেও অবশ্য বিষয়টি নিয়ে মজা করেছেন নেটিজেনরা। 

ক্যাপশনে আসলে গণমাধ্যমের অতিরঞ্জিত খবর ও শিরোনাম ইঙ্গিত করেছেন শ্রীজাত। তাদের ছবিটি কোনো পারিবারিক আড্ডাতে তোলা বলে মনে করা হচ্ছে।

শ্রীজাত বন্দ্যোপাধ্যায় সৃজিত মুখার্জি মিথিলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম