|
ফলো করুন |
|
|---|---|
নতুন রূপে আবির্ভূত হয়েছেন সংগীতশিল্পী অদিতি রহমান দোলা।‘আমি দোলা’ নামে সম্প্রতি একটি গানের প্রোমো প্রকাশের পর রোববার প্রকাশ পেয়েছে পুরো গানটি। এ গানেই তাকে দেখা গেছে নতুন রূপে।
বলিউডের তারকা কোরিওগ্রাফার ও নির্মাতা আদিল শেখের নির্দেশনায় নিজের গানে নিজেই মডেল হয়ে নাচলেন দোলা।
‘নাম আমার দোলা, আমি আগুনেরই গোলা, তুই কোন বাপের পোলা, সামনে পড়িস না’; পার্টিমুডের এই আইটেম ঘরানার রক গানটির কথা-সুর ও সংগীতায়োজন কৌশিক হোসেন তাপসের।
ফারজানা মুন্নীর প্রযোজনায় গানটি চিত্রায়িত হয়েছে মুম্বাইয়ে।
গানটি নিয়ে শিল্পী দোলা বলেন, এটি আমার ড্রিম প্রজেক্ট। আশা করি এই গানটিতে সবাইকে অভিভূত করবে।
