Logo
Logo
×

বিনোদন

আলিয়ার কাছ থেকে প্রথমবার যে স্বীকৃতি পেলেন রণবীর

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২২, ০৫:২৪ এএম

আলিয়ার কাছ থেকে প্রথমবার যে স্বীকৃতি পেলেন রণবীর

ফাইল ছবি

আলিয়া-রণবীর সিংয়ের প্রেম অনেকটাই ওপেন সিক্রেট। প্রায়ই তাদেরকে একসঙ্গে দেখা যায়। দুজনের বাড়িতে পরস্পরের যাতায়াতও পাপারাজ্জিদের নজর এড়ায়নি। 
বলিউডে এখন আলোচিত বিষয় কখন সাতপাকে বাঁধা পড়ছেন এই কাঙিক্ষত কাপল। ক্যাটরিনা-ভিকি কৌশলের জমকালো বিয়ের পর রণবীর-আলিয়ার বিয়ের দাওয়ার পাওয়ার অপেক্ষায় বলিউডে তাদের সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। 

যাদের বিয়ে নিয়ে এতো হইচই তারা এখনও এ বিষয়ে মুখ খোলেননি।  ‘করোনার কারণে বিয়ে পিছিয়ে যাচ্ছে’—রণবীর দাবি করলেও আলিয়া এতোদিন তাদের প্রেমের বিষয়টি স্বীকারই করেননি। রণবীরের সঙ্গে সম্পর্ক নিয়ে এতোদিন মুখে কুলুপ এঁটে বসেছিলেন বলিউড নায়িকা।

তবে রণবীরের জন্য স্বস্তির খবর হচ্ছে-এই প্রথম তাকে ছেলেবন্ধুর স্বীকৃতি দিয়েছেন আলিয়া।  

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, আলিয়া তার সাম্প্রতিক ইনস্টাগ্রাম পোস্টে রণবীরকে ‘বয়ফ্রেন্ড’ স্বীকৃতি দিয়েছেন।

 

আফ্রিকায় দুজনের ইংরেজি নববর্ষ উদযাপনের কিছু ছবি সামাজিক মাধ্যমে দিয়েছেন আলিয়া। একটি ছবির ক্যাপশনে আলিয়া বলিউড সুপারস্টারের ফটোগ্রাফির প্রশংসা করেছেন। ‘আমার বয়ফ্রেন্ডের সৌজন্যে ছবিটি তোলা’। 

গাঙ্গুবাই খ্যাত অভিনেত্রী দিওয়ালির কিছু ছবিও পোস্ট করেছেন।  এতে দেখা গেছে আলিয়া-রণবীর দুজনের দিকে চোখাচুখি ভালোবাসার আবেদন নিয়ে তাকিয়ে আছেন।  ক্যাপশনে আলিয়া লিখেছেন, ‘কিছু ভালোবাসা এবং শুভ দিওয়ালি’।

এর আগে আলিয়া কখনই সম্পর্ক নিয়ে সরাসরি কথা বলেননি।
 

আলিয়া রণবীর বলিউড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম