Logo
Logo
×

বিনোদন

ভয়ংকর শুটিং করেছেন সঞ্জয় দত্ত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২২, ০৪:৫৮ পিএম

ভয়ংকর শুটিং করেছেন সঞ্জয় দত্ত

'কেজিএফ-২' এখন পর্যন্ত সবচেয়ে ব্যয়বহুল কন্নড় সিনেমা হতে যাচ্ছে। চ্যাপ্টার ওয়ানে বলিউডের তেমন কেউ না থাকলেও টু-তে দেখা যাবে 'মুন্না ভাই এমবিবিএস'খ্যাত অভিনেতা সঞ্জয় দত্তকে। অধীর নামে একজন সুপারভিলেনের চরিত্রে অভিনয় করবেন তিনি।

সঞ্জয় দত্তের নিরাপত্তার কথা মাথায় রেখে প্রযোজকরা তাকে বডি ডাবল পরে শুটিং করতে বলেছেন। কিন্তু সঞ্জয় দত্ত জানান, তিনি বডি ডাবল ছাড়াই শুটিং করবেন। প্রযোজনা দল নিরাপত্তার কারণে তাকে নিরুৎসাহিত করার চেষ্টা করেছিল। কিন্তু তিনি তার অবস্থান বজায় রেখেছিলেন। 

এই অভিনেতা মনে করেন, তিনি নিজে অ্যাকশন দৃশ্যগুলো না করলে অপমাণিত বোধ করবেন। দর্শকদের ধোঁকা দেওয়া হবে।

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন- যশ, শ্রীনিধি শেঠি, রাভিনা ট্যান্ডন এবং প্রকাশ রাজ।

'কেজিএফ-২' কন্নড়, তেলেগু, হিন্দি, তামিল এবং মালায়ালাম ভাষায় মুক্তি পাবে। সিনেমাটি হলে আসবে ১৪ এপ্রিল।
 

সঞ্জয় দত্ত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম