Logo
Logo
×

বিনোদন

জননী ও গর্বিত বর্ণমালায় মৌসুমী হামিদ ও রওনক হাসান

Icon

বিনোদন প্রতিবেদন

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২২, ০৮:২৪ পিএম

জননী ও গর্বিত বর্ণমালায় মৌসুমী হামিদ ও রওনক হাসান

মহান ভাষা দিবসের চেতনাকে সামনে রেখে তরুণ নির্মাতা সীমান্ত সজল নির্মাণ করেছেন একটি বিশেষ টেলিফিল্ম ‘জননী ও গর্বিত বর্ণমালা’। 

নাটকটি নির্মাণের পাশাপাশি এটি রচনাও করেছেন নির্মাতা। আর এটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান ও মৌসুমী হামিদ।

টেলিফিল্মটিতে বাংলা ভাষা ও শহীদ মিনারের গুরুত্ব সম্পর্কে বিশদ উপস্থাপনা রয়েছে। 

এতে অভিনয় প্রসঙ্গে মৌসুমী হামিদ বলেন, সজল ভাই সব সময়ই বিশেষ গল্প নিয়ে নাটকটেলিফিল্ম নির্মাণ করেন। এটিও তেমনই একটি কাজ। আশা করছি এটি দর্শকের ভালো লাগবে।

এতে অভিনয় প্রসঙ্গে রওনক হাসান বলেন, ভাষা দিবসের চেতনা নিয়ে নির্মিত গল্পের এই টেলিফিল্মে অভিনয় করে ভালো লেগেছে। আশা করছি এটি দর্শকেরও ভালো লাগবে।

টেরিফিল্মটি প্রসঙ্গে সীমান্ত সজল বলেন, আমি গতানুগতিক কাজ করতে পছন্দ করি না। আমার প্রতিটি কাজই সময় নিয়ে যত্ন করে করা হয়। এটিও তেমনই একটি কাজ। আশা করছি দর্শকের ভালো লাগবে টেলিফিল্মটি। 

জানা গেছে, ৯ ফেব্রুয়ারি বিকাল ৩টায় এটি চ্যানেল আইতে প্রচার হবে।

মৌসুমী হামিদ রওনক হাসান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম