Logo
Logo
×

বিনোদন

পরিবারের সঙ্গে মিমের ইফতার, ফেসবুকে প্রশংসিত

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২২, ১০:৩০ এএম

পরিবারের সঙ্গে মিমের ইফতার, ফেসবুকে প্রশংসিত

সনাতন ধর্মের অনুসারী হলেও মুসলমানদের ধর্মীয় আয়োজনে নিজেকে সামিল রাখেন বিদ্যা সিনহা মিম। 

সব সময়ই ধর্মীয় সম্প্রীতির বার্তা দেওয়ার চেষ্টা করেন এ জনপ্রিয় অভিনেত্রী। বিশেষকরে মুসলমানদের দুই ঈদ ও রমজানে মিমের এই অপূর্ব মানসিকতার বহিঃপ্রকাশ দেখা যায়।

প্রতি রমজানেই পরিবার নিয়ে ইফতার করেন মিম। এ বছরও ব্যতিক্রম হচ্ছে না। প্রথম রোজাতেই পরিবারের সবাই মিলে একসঙ্গে বসে ইফতার করেন মিম। সেই মুহূর্তের ছবি নিজের সোশ্যাল মিডিয়া পেজে আপলোড করেছেন এ নায়িকা।

ছবিতে দেখা যাচ্ছে, মাথায় ওড়না দিয়ে হাসিমুখে বসে আছেন মিম। তার সঙ্গে বসে পরিবারের অন্যরাও। সবাই আনন্দ আর তৃপ্তির হাসি নিয়ে ক্যামেরায় তাকিয়ে। 

ছবির ক্যাপশনে মিম লিখেছেন, ‘উষ্ণতা ও শান্তির মধ্য দিয়ে প্রথম রোজা সম্পন্ন হয়েছে।’

মিমের এই চর্চা হৃদয়ে গেঁথে গেছে তার ভক্ত-অনুরাগীদের।  ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিমের প্রশংসা করছেন। 

মিমের ওই ছবিতে ভালোবাসার রিঅ্যাক্ট জানিয়েছেন হাজারো ভক্ত।  মন্তব্যের ঘরে জমা পড়েছে অসংখ্য প্রশংসাসূচক বাক্য।

এরমধ্যে অন্যতম চিত্রনায়ক ওমর সানীও। ছবিটির নিচে তিনি মন্তব্য করেছেন ‘খুবই ভালো’, 

নিশি নিঝুম নামের এক অনুসারী লিখেছেন, ‘মাশাআল্লাহ, খুব ভালো লাগল দেখে’, কামরুজ্জামান মিলু নামের একজন লিখেছেন, ‘অনেক দোয়া, খুব সুন্দর ছবিটা, সুন্দর পরিবেশ’।

উল্লেখ্য, শুধু রমজানের রোজায় মিম, মুসলমানদের সঙ্গে এভাবে ধমীর্য় বন্ধনে আবদ্ধ হন না। ঈদুল আযহায় কোরবানিও দেন তিনি। ঈদুল ফিতরে আশেপাশের মানুষজনকে সেমাই-চিনি-পোশাক উপহার দেন। 

বিদ্যা সিনহা মিম ইফতার প্রশংসা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম