চলার পথ নিজেকেই খুঁজে বের করতে হয়: বান্নাহ (ভিডিও)
শামীম হোসেন
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২২, ০৯:৩২ এএম
|
ফলো করুন |
|
|---|---|
বর্তমান সময়ের জনপ্রিয় ও দর্শকনন্দিত নির্মাতাদের একজন মাবরুর রশিদ বান্নাহ। ২০১১ সালে মহান বিজয় দিবসে বেসরকারি টেলিভিশন এনটিভিতে প্রচারিত হয় তার প্রথম নাটক ‘ফ্ল্যাশব্যাক’। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। দীর্ঘ প্রায় এক যুগের ক্যারিয়ারে তার অসংখ্য নির্মাণ মানুষের হৃদয়ে জায়গা পেয়েছে। কিছু কাজ পেয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি। আসছে ঈদুল ফিতর উপলক্ষ্যে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে একগুচ্ছ নাটক ও বেশকিছু শর্টফিল্ম নিয়ে হাজির হচ্ছেন এই গুণী নির্মাতা। যুগান্তরকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে অনেক বিষয়ে কথা বলেছেন তিনি। মাবরুর রশিদ বান্নাহর সাক্ষাৎকারের চুম্বক অংশ যুগান্তরের পাঠকদের জন্য তুলে ধরা হলো-
প্রশ্ন : ঈদে আপনার কী কী কাজ আসছে?
মাবরুর রশিদ বান্নাহ : সংখ্যার বিচারে এবারের ঈদে আমার প্রায় ১৫টি নাটকের সঙ্গে বেশ কয়েকটি শর্টফিল্ম আসছে। এর মধ্যে সিঙ্গেল সিন স্টোরি (এসএসএস) আমার একটি বিশেষ প্রজেক্ট। ট্রেইলার প্রকাশের পর থেকে বেশ সাড়া পাচ্ছি। এতগুলো কাজ একসঙ্গে আসার কারণ, আগে বেশকিছু কাজ করা ছিল যেগুলো এই ঈদে আসছে।
প্রশ্ন : আপনার স্বপ্নের কাজ এখনো কি করা হয়েছে?
বান্নাহ : আমি মনে করি, স্বপ্নের ধারে কাছেও এখনো যেতে পারিনি। কখনোই ভাবি না যে, আমি অনেক কিছু করে ফেলেছি। অনেক কিছু পেয়ে গেছি। এই ধারণা আমার ভেতরে কখনোই আসতে দেই না। এটাও সত্য যে, স্বপ্নের গল্প অবশ্যই ভাবনায় আছে। তবে সেখানে কাকে বা কাদের নিয়ে কাজ করব সেটা এখনো ভাবিনি। গল্পের প্রয়োজনে যে কেউ আসতে পারেন।
প্রশ্ন : আপনার কাছে ভালো নাটকের সংজ্ঞা কী?
বান্নাহ : রুচিশীল যেকোনো কিছুই আমার কাছে ভালো। এক্ষেত্রে গল্পটা দর্শকের বোধগম্য হলো কি না সেটা গুরুত্বপূর্ণ। তবে একেকজনের রুচির ব্যাখ্যা আবার ভিন্ন। মোটা দাগে বলতে গেলে, রুচিশীল গল্পের যেকোনো কাজই আমার কাছে ভালো নাটক বলে বিবেচ্য।
প্রশ্ন : ভিউ দিয়ে নাটক মূল্যায়নের ব্যাপারে আপনার মত?
বান্নাহ : আমি ভিউ পেয়েছি, দেখেছি, স্বাদও গ্রহণ করেছি। আমি ভিউ পাওয়া পরিচালক হওয়া সত্ত্বেও বলছি, ভিউ দিয়ে সবকিছুর মূল্যায়ন হয় না। এখন আমরা যদি শেক্সপিয়ার, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামকে ভিউ দিয়ে মূল্যায়ন করতে যাই, তাহলে ব্যাপারটা হাস্যকর দেখাবে। ক্লাশ কখনো ভিউ দিয়ে নির্ধারণ হয় না। ক্লাশ হতে সময় লাগে। ক্লাশ ধরে রেখে কাজ করা একটা সাধনা ও ধৈর্যের বিষয়।
প্রশ্ন : তরুণ নির্মাতাদের জন্য আপনার পরামর্শ ...
বান্নাহ : সবসময় একটি কথাই বলি, নিজের চেষ্টাতেই মিডিয়ায় আমি মাবরুর রশিদ বান্নাহ হয়েছি। এটা আমি গর্বের সঙ্গেই বলি। মিডিয়ায় আসার পর আমার আশপাশে কেউ ছিল না। কথাগুলো এজন্যই বলা যে, মিডিয়ায় আমি যতটুকু সফল তার সবটুকু নিজের চেষ্টায়। হ্যাঁ, শুরুর দিকে আমার বন্ধু তানিম পারভেজের সহোযোগিতা পেয়েছিলাম। কিন্তু কাজটা আমাকেই করতে হয়েছে। কোথায়, কীভাবে কাজ করব সেই পথটা আমেকেই খুঁজে বের করতে হয়েছে। চলার পথ সবসময় নিজেকেই খুঁজে বের করতে হয়। তরুণ নির্মাতাদের বলব, বেশি বেশি পড়া এবং দেখার বিকল্প নেই। বিভিন্ন দেশের, বিভিন্ন ভাষার কাজ দেখতে হবে। মিডিয়া এবং মিডিয়ার বাইরের সব বিষয়েই ধারণা রাখতে হবে। নিজস্ব একটা পয়েন্ট অব ভিউ থাকা একজন ভালো নির্মাতার সবচেয়ে বড় গুণ। তবে দুঃখজনক হলেও সত্য, বেশিরভাগ নতুন নির্মাতারই এই দিকটা থাকে না। তাদের বেশিরভাগ অন্যকে অনুকরণ-অনুসরণ করে। এ থেকে বেরিয়ে আসতে হবে।
