Logo
Logo
×

বিনোদন

অভিষেক-ঐশ্বরিয়াকে পেয়ে অনন্ত বললেন, ‘এটা আমাদের দুর্ভাগ্য’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২২, ০৪:৩৯ এএম

অভিষেক-ঐশ্বরিয়াকে পেয়ে অনন্ত বললেন, ‘এটা আমাদের দুর্ভাগ্য’

এ মুহূর্তে কান চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ফ্রান্সে অবস্থান করছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল এবং তার সহধর্মিণী অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা।

বিশ্বের অন্যতম প্রভাবশালী ও মহাতারকাদের মিলনমেলার সেই চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা ‘মার্শে দ্যু ফিল্মে’ বিভাগে নিজের দুই সিনেমা ‘দিন : দ্য ডে’ ও ‘নেত্রী : দ্য লিডার’ -এর ট্রেলার প্রদর্শন করবেন অনন্ত।

আর সেখানেই বলিউড তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে দেখা হয়েছে অনন্ত-বর্ষার। সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেছেন অনন্ত নিজেই।

ফ্রান্সের একটি রেস্তোরাঁয় অভিষেক-ঐশ্বরিয়া দম্পতির সঙ্গে দেখা হয়েছে বলে জানালেন অনন্ত।  আলাপকালে এ বলিউড তারকার কাছে এক দুর্ভাগ্যের কথা প্রকাশ করেন তিনি। 

বিগবিপুত্র ও তার সহধর্মিণী সাবেক মিস ওয়ার্ল্ডের কীভাবে দেখা হলো তা এক লাইভে যুক্ত হয়ে বর্ণনা দেন অনন্ত। 

তিনি বলেন, ‘একই রেস্তোরাঁয় আমরা বসেছিলাম, আড্ডা মারছিলাম। তখন জানতে চেয়েছিল, তোমরা কোথা থেকে এসেছ? বললাম, বাংলাদেশ থেকে এসেছি। তখন ওরা জানতে চাইল, এখানে কোনো কারণে এসেছি কিনা। তখন বলেছি, এটা আমাদের দুর্ভাগ্য— বাংলাদেশের সব টিভিতে আমরা তোমাদের দেখি, সে কারণে আমরা জানি তুমি অভিষেক, সে ঐশ্বরিয়া রাই। আমরাও বাংলাদেশের চলচ্চিত্র তারকা, কিন্তু সমস্যা হচ্ছে বাংলাদেশের চ্যানেল তোমাদের ওখানে দেখা যায় না।’

এর পর অনন্ত বলেন, ‘তারা জানতে চাইল, তোমরা কী ধরনের সিনেমা নির্মাণ করো...। তার পর আমাদের সিনেমার ক্লিপস দেখতে চাইল। ইরানি সিনেমার (দিন : দ্য ডে) ট্রেইলার দেখালাম অভিষেক-ঐশ্বরিয়াকে। বলল, এটাকে বাংলাদেশি সিনেমা মনে হচ্ছে না, আমেরিকান সিনেমার মতো। বলিউড সিনেমার মতোই। বলেছি, ধন্যবাদ তোমার মন্তব্যের জন্য।’

এর পর ঐশ্বরিয়া রাই নিজেই বর্ষার সঙ্গে সেলফি তুলেছেন বলে জানান অনন্ত।
 

অনন্ত বর্ষা অভিষেক ঐশ্বরিয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম