আবারও সাবিলা নূরের ‘রঙিলা ফানুস’
jugantor
আবারও সাবিলা নূরের ‘রঙিলা ফানুস’

  বিনোদন প্রতিবেদন  

২৩ জুন ২০২২, ০২:১০:৪০  |  অনলাইন সংস্করণ

গত বছর কুরবানির ঈদে সিএমভির ব্যানারে মুক্তি পেয়েছিল শিহাব শাহীনের ‘রঙিলা ফানুস’ নাটকটি। সাবিলা নূর অভিনীত সেই নাটকটি ইউটিউবে কোটি ভিউ হয়েছে অনেক আগেই।

নতুন খবর হলো- এবারের কুরবানিতে একই নির্মাতা হাজির হচ্ছেন ‘রঙিলা ফানুস ২’ নিয়ে। এবারও প্রধান চরিত্রে অভিনয় করছেন সাবিলা নূর। সঙ্গে আছেন তৌসিফ মাহবুব। যথারীতি এবারের নাটকটিও রচনা করেছেন জান্নাতুল ফেরদৌস লাবণ্য।

শিহাব শাহীন বলেন, নাটকটির নাম ও প্রধান অভিনেত্রী একই হলেও গল্প একটু আলাদা। তিনি বলেন, আগেরটির মতো এটিও সিচুয়েশনাল কমেডি নাটক। দর্শকের বিনোদনকে মাথায় রেখেই বানানো। তবে সমাজের নিম্নআয়ের সুবিধাবঞ্চিত মানুষের অদ্ভুত সব স্বপ্ন আর সেটি বাস্তবায়নের প্রয়াস নিয়ে এবারের গল্পটি সাজানো হয়েছে।’ ঈদ আয়োজনে নাটকটি উন্মুক্ত হবে সিএমভির ইউটিউব চ্যানেলে।

আবারও সাবিলা নূরের ‘রঙিলা ফানুস’

 বিনোদন প্রতিবেদন 
২৩ জুন ২০২২, ০২:১০ এএম  |  অনলাইন সংস্করণ

গত বছর কুরবানির ঈদে সিএমভির ব্যানারে মুক্তি পেয়েছিল শিহাব শাহীনের ‘রঙিলা ফানুস’ নাটকটি। সাবিলা নূর অভিনীত সেই নাটকটি ইউটিউবে কোটি ভিউ হয়েছে অনেক আগেই।

নতুন খবর হলো- এবারের কুরবানিতে একই নির্মাতা হাজির হচ্ছেন ‘রঙিলা ফানুস ২’ নিয়ে। এবারও প্রধান চরিত্রে অভিনয় করছেন সাবিলা নূর। সঙ্গে আছেন তৌসিফ মাহবুব। যথারীতি এবারের নাটকটিও রচনা করেছেন জান্নাতুল ফেরদৌস লাবণ্য।

শিহাব শাহীন বলেন, নাটকটির নাম ও প্রধান অভিনেত্রী একই হলেও গল্প একটু আলাদা। তিনি বলেন, আগেরটির মতো এটিও সিচুয়েশনাল কমেডি নাটক। দর্শকের বিনোদনকে মাথায় রেখেই বানানো। তবে সমাজের নিম্নআয়ের সুবিধাবঞ্চিত মানুষের অদ্ভুত সব স্বপ্ন আর সেটি বাস্তবায়নের প্রয়াস নিয়ে এবারের গল্পটি সাজানো হয়েছে।’ ঈদ আয়োজনে নাটকটি উন্মুক্ত হবে সিএমভির ইউটিউব চ্যানেলে।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন