সুজেয় শ্যামের সুরে গাইলেন তরুণ শিল্পী ফারিহা
jugantor
সুজেয় শ্যামের সুরে গাইলেন তরুণ শিল্পী ফারিহা

  বিনোদন প্রতিবেদন  

২৪ জুন ২০২২, ০১:১৫:২৯  |  অনলাইন সংস্করণ

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সুরকার ও সংগীত পরিচালক সুজেয় শ্যামের সুরে প্রথম মৌলিক গান গাইলেন তরুণ সংগীতশিল্পী ফারিহা জাহান।

সম্প্রতি বাংলাদেশ টেলিভিশনের একটি স্টুডিওতে গানটি ধারণ করা হয়। গানটির শিরোনাম- ‘লক্ষ কোটি প্রাণের দামে’। এটির কথা লিখেছেন ফরিদা ফারহানা। সহকারী সংগীত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন অপু আমান।

সংগীতশিল্পী ফারিহা জানান, গানটি বিটিভির ‘স্বাধীন বাংলা’ নামের অনুষ্ঠানে শিগগিরই প্রচার হবে। এদিকে সুজেয় শ্যামের সুরে গাইতে পেরে দারুণ উচ্ছ্বসিত ফারিহা। তিনি বলেন, আমার জীবনের সেরা পাওয়া এটি। উনার মতো গুণী মানুষের সুরে গাইতে পেরেছি এবং সেটি প্রচারও হবে দেশের রাষ্ট্রীয় চ্যানেলে। এই অর্জন আমার সামনের দিনগুলোতে বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।’

বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত সংগীতশিল্পী ফারিহা। নিয়মিত বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন। খুব শিগগিরই তার গাওয়া নতুন গান প্রকাশ পাবে বলে জানান তিনি।

সুজেয় শ্যামের সুরে গাইলেন তরুণ শিল্পী ফারিহা

 বিনোদন প্রতিবেদন 
২৪ জুন ২০২২, ০১:১৫ এএম  |  অনলাইন সংস্করণ

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সুরকার ও সংগীত পরিচালক সুজেয় শ্যামের সুরে প্রথম মৌলিক গান গাইলেন তরুণ সংগীতশিল্পী ফারিহা জাহান।

সম্প্রতি বাংলাদেশ টেলিভিশনের একটি স্টুডিওতে গানটি ধারণ করা হয়। গানটির শিরোনাম- ‘লক্ষ কোটি প্রাণের দামে’। এটির কথা লিখেছেন ফরিদা ফারহানা। সহকারী সংগীত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন অপু আমান।

সংগীতশিল্পী ফারিহা জানান, গানটি বিটিভির  ‘স্বাধীন বাংলা’ নামের অনুষ্ঠানে শিগগিরই প্রচার হবে। এদিকে সুজেয় শ্যামের সুরে গাইতে পেরে দারুণ উচ্ছ্বসিত ফারিহা। তিনি বলেন, আমার জীবনের সেরা পাওয়া এটি। উনার মতো গুণী মানুষের সুরে গাইতে পেরেছি এবং সেটি প্রচারও হবে দেশের রাষ্ট্রীয় চ্যানেলে। এই অর্জন আমার সামনের দিনগুলোতে বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।’  

বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত সংগীতশিল্পী ফারিহা। নিয়মিত বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন। খুব শিগগিরই তার গাওয়া নতুন গান প্রকাশ পাবে বলে জানান তিনি।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন