সাবেক দুই স্ত্রীর সঙ্গে সপ্তাহে একদিন দেখা করেন আমির
jugantor
সাবেক দুই স্ত্রীর সঙ্গে সপ্তাহে একদিন দেখা করেন আমির

  বিনোদন ডেস্ক  

০৪ আগস্ট ২০২২, ২০:৩৩:৪৯  |  অনলাইন সংস্করণ

বলিউড সুপারস্টার আমির খানের সাবেক দুই স্ত্রী রীনা দত্ত ও কিরণ রাও। এখনো প্রাক্তন স্ত্রীদের সঙ্গে রয়েছে তার অটুট সম্পর্ক। এমনটিই জানিয়েছেন এই অভিনেতা।

কফি উইথ করণ জোহর আড্ডায় আমির খান আর কারিনা কাপুর ছিলেন এ পর্বে। ‘লাল সিং চাড্ডা‘য় পর্দার দাম্পত্যের কথা নিয়ে হাসি-ঠাট্টার ফাঁকে ব্যক্তিগত জীবনের কথাও উঠে আসে। প্রসঙ্গক্রমে আসে প্রাক্তন দুই স্ত্রী কিরণ ও রীনা দত্তের কথাও।

আমির খান বলেন, ‘যতই ব্যস্ততা থাকুক, প্রতি সপ্তাহে আমাদের সবার সঙ্গে দেখা হয়, কথা হয়। আমরা আজও পরিবারের মতো।‘

প্রাক্তন স্ত্রী রীনা দত্ত এবং কিরণ রাওয়ের সঙ্গে সম্পর্কের কথা বলতে গিয়ে আমির খান বলেন, ‘আমরা সবাই সপ্তাহে একবার একত্রিত হই। একে অপরের প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা ও যত্ন আজও অটুক। আমরা এখন আরও বড় পরিবার।’

সাবেক দুই স্ত্রীর সঙ্গে সপ্তাহে একদিন দেখা করেন আমির

 বিনোদন ডেস্ক 
০৪ আগস্ট ২০২২, ০৮:৩৩ পিএম  |  অনলাইন সংস্করণ

বলিউড সুপারস্টার আমির খানের সাবেক দুই স্ত্রী রীনা দত্ত ও কিরণ রাও। এখনো প্রাক্তন স্ত্রীদের সঙ্গে রয়েছে তার অটুট সম্পর্ক। এমনটিই জানিয়েছেন এই অভিনেতা। 

কফি উইথ করণ জোহর আড্ডায় আমির খান আর কারিনা কাপুর ছিলেন এ পর্বে। ‘লাল সিং চাড্ডা‘য় পর্দার দাম্পত্যের কথা নিয়ে হাসি-ঠাট্টার ফাঁকে ব্যক্তিগত জীবনের কথাও উঠে আসে। প্রসঙ্গক্রমে আসে প্রাক্তন দুই স্ত্রী কিরণ ও রীনা দত্তের কথাও।  

আমির খান বলেন, ‘যতই ব্যস্ততা থাকুক, প্রতি সপ্তাহে আমাদের সবার সঙ্গে দেখা হয়, কথা হয়। আমরা আজও পরিবারের মতো।‘

প্রাক্তন স্ত্রী রীনা দত্ত এবং কিরণ রাওয়ের সঙ্গে সম্পর্কের কথা বলতে গিয়ে আমির খান বলেন, ‘আমরা সবাই সপ্তাহে একবার একত্রিত হই। একে অপরের প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা ও যত্ন আজও অটুক। আমরা এখন আরও বড় পরিবার।’
 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন