|
ফলো করুন |
|
|---|---|
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার হাত ধরেই আসে বাঙালির স্বাধীনতা, জন্ম নেয় বাংলাদেশ। ১৯৭৫ সালের ১৫ আগস্ট আমরা হারাই জাতির এ শ্রেষ্ঠ মানুষটিকে। প্রতি বছর এই আগস্ট মাস আসে শোকের বার্তা নিয়ে। শোক ভারাক্রান্ত হৃদয়ে আর পরম শ্রদ্ধায় আমরা স্মরণ করি জাতির পিতাকে।
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন-বিএফডিসি এবং দীপ্ত টেলিভিশন আয়োজন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী এবং আলোচনাসভা ‘গণমাধ্যম ও বঙ্গবন্ধু।
বৃহস্পতিবার বিকাল ৪টায় বিএফডিসি প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। অনুষ্ঠানটি দীপ্ত টিভির ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হয়।
